নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে সিডনিতে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ভারতের প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া হয়েছে তাঁর। ১৯৩ রানে আউট হয়ে যখন তিনি প্যাভিলিয়নে ফিরছেন, তখন তাঁর ম্যারাথন ইনিংসকে উঠে দাঁড়িয়ে কুর্ণিশ জানাল সিডনির গ্যালারি।
অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর এই দুরন্ত ইনিংস সমগ্র বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় নিয়েছে। তবে পূজারার এই ইনিংস পুরোটা দেখতে পারেননি তাঁর বাবা তথা কোচ অরবিন্দ পূজারা। হৃস্পন্দন নিয়মিত করার জন্য হৃদযন্ত্রের বিশেষ চিকিত্সার জন্য গত শুক্রবার তাঁকে রাজকোট থেকে মুম্বই আসতে হয়েছিল।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর ছেলের কৃতিত্বে দারুণ খুশি অরবিন্দ পূজারা। তিনি বলেছেন, সারা বিশ্বের সবাই আমার ছেলের প্রশংসা করছে শুনছি। আমি বাড়িতে ফিরে ইনিংসের রিপ্লে দেখব।
৬৮ বছরের অরবিন্দ পূজারাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁর পুত্রবধূ পূজা। গত কিছুদিন ধরেই পূজারার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তাঁদের পারিবারিক চিকিত্সক।
অরবিন্দ পূজারা বলেছেন, ডাক্তার ওকে ফোন করে বলেছিল যে, চিকিত্সায় আর বিলম্ব করাটা ঠিক হবে না। ওদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।
কে এল রাহুল ৯ রানে আউট হওয়ার পর পূজারা ব্যাট করতে আসেন। ২২ ঘন্টার ইনিংসে তিনি বেশ কতগুলি নয়া নজির গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন।
এতদিন পর্যন্ত বিদেশের মাটিতে ১৫৩ রান ছিল তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। রাহুল দ্রাবিড় (২০০৩-০৪) ও বিরাট কোহলি (২০১৪-১৫)-র পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ৫০০-র বেশি রান করলেন।
সিরিজের চারটি টেস্ট ম্যাচে তিনি এখনও পর্যন্ত ১২০০-র বেশি বল খেলেছেন তিনি। মধ্যে সবচেয়ে ২০০৩-০৪ সিরিজে দ্রাবিড় খেলেছিলেন ১২০৩ বল।
তৃতীয় দিনের খেলার আগে এক সাক্ষাত্কারে পূজারা বলেন, বাবার সঙ্গে কথা হয়েছে তাঁর। বাবা তাঁকে এই ইনিংসের জন্য অভিনন্দন জানিয়েছেন।
পূজারা বলেছেন, সবাই বলছে আমি দ্বিশতরান হাতছাড়া করেছি। কিন্তু বাবা বলেছেন, ১৯৩ রান তো করেছে, দ্বিশতরান একটা সংখ্যার ব্যাপার মাত্র।