নাগপুর: ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডিও পার করতে পারল না অস্ট্রেলিয়া। মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেলেন প্যাট কামিন্সরা। যে ব্যাটিং বিপর্যয়ের নেপথ্যে ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমে যিনি বল হাতে বিধ্বংসী মেজাজে। একাই নিলেন পাঁচ উইকেট।                           


দিনের খেলা শেষ হওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলছিলেন, 'যেভাবে বল করছিলাম, তাতে আমি খুব খুশি। বোলিং উপভোগ করছিলাম। পাঁচ মাস পরে জাতীয় দলে খেলছি। তাও টেস্ট ক্রিকেটে। কঠিন ছিল। তবে আমি তৈরি ছিলাম। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছি। অনেকদিন পর একটা প্রথম শ্রেণির ম্যাচ (রঞ্জি ট্রফির) খেলেছিলাম। আর সেই ম্যাচে ৪২ ওভার বল করেছিলাম। টেস্ট ম্যাচ খেলার আগে আমাকে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়েছিল সেটা।'


জাডেজা যোগ করেছেন, 'উইকেটে বাউন্স ছিল না। আমি অফ স্টাম্প লাইনে বল করে গিয়েছি। কয়েকটা বল ঘুরছিল। কয়েকটা বল সোজা যাচ্ছিল। বাঁহাতি স্পিনার হিসাবে ব্যাটসম্যানদের কট বিহাইন্ড বা স্টাম্পড করাতে পারলে খুব ভাল লাগে। টেস্ট ক্রিকেটে সব উইকেটই আনন্দ দেয়।'                               


 






কোন মন্ত্রে মাঠে ফিরেই সাফল্য, তা জানিয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। যে তথ্য সকলকে চমকে দিতে পারে। জাডেজা জানিয়েছেন, দিনের প্রায় অর্ধেক সময় বোলিং করে কাটাতেন। 'বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং নিয়ে খেটেছি। প্রত্যেক দিন ১০-১২ ঘণ্টা করে বোলিং করেছি। সেটা থেকে আমি দারুণ উপকৃত হয়েছি। আমি নিজের ছন্দ নিয়ে পরিশ্রম করছিলাম কারণ আমি জানতাম আমাকে টেস্ট ম্যাচ খেলতে হবে আর সেখানে লম্বা স্পেলে বোলিং করতে হবে,' বলেছেন জাডেজা।                                                       



আরও পড়ুন: সচিন-নীরজের মন্ত্রে উদ্বুদ্ধ হৃষিতা, হাওড়ার কন্যার লক্ষ্য মহিলাদের আইপিএল