মোহালি: মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (IND vs AUS T20 Series) প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজ রবিবারই অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মোহালিতে নেটে ঘাম ঝড়ালেন বিরাট কোহলিরা।

  


অনুশীলন শুরু ভারতের


২০ তারিখ মোহালি, ২৩ তারিখ নাগপুর এবং ২৫ তারিখ হায়দরাবাদে অজিদের বিরুদ্ধে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। পরের মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। সেই জন্যই ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজ বাড়তি গুরুত্বও পাচ্ছে। সিরিজে সাফল্য লাভ করতে বদ্ধপরিকর বিরাট কোহলি। তাঁকে নেটে বেশ খানিকক্ষণ ব্যাট করতে দেখা গেল। এছাড়া কোহলির পাশাপাশি কেএল রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রোহিত শর্মা এবং ঋষভ পন্থদেরও নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে।


 






ওপেনার রাহুলই


এশিয়া কাপে ভারতীয় দল নিজেদের খেতাব ডিফেন্ড করতে ব্যর্থ হলেও, ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ওপেনার হিসাবেই আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন।  বহু বিশেষজ্ঞই বিরাট কোহলিকে (Virat Kohli) টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওপেনার হিসাবে খেলানের দাবি জানিয়েছেন। তবে কোহলি নয়, রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কেএল রাহুলই (KL Rahul) ভারতীয় দলের হয়ে ওপেন করতে চলেছেন। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে অধিনায়ক রোহিত সাফ জানিয়ে দিলেন কোহলিকে বিকল্প ওপেনার হিসাবেই ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


'আমার মনে হয় না আমরা বেশি পরীক্ষা নিরীক্ষা করব। কেএল রাহুলই নিশ্চিতভাবে আমাদের হয়ে ওপেন করবে। ভারতের হয়ে ওর পারফরম্যান্সকে কোনওদিনই বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এক-দুই ম্যাচে খারাপ খেললেই ওর অতীতের সব রেকর্ড ভুলে যাওয়া যায় না। আমরা কেএল রাহুলের দক্ষতা সম্পর্কে জানি এবং দলের টপ অর্ডারে ওর থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।' দাবি রোহিতের। তবে রাহুল ওপেনার হলেও কোহলিকে কয়েকটা ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে। এই বিষয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান রোহিত। 


আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, শামির বদলে অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন উমেশ