মোহালি: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার মনে করা হতো তাঁকে। কিন্তু এশিয়া কাপ থেকে ছন্দে নেই। এশিয়া কাপে ডেথ ওভারে তাঁর বোলিং নিষ্প্রভ দেখিয়েছিল। খরচ করেছিলেন প্রচুর রান।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৪ ওভার বল করে তিনি খরচ করলেন ৫২ রান। কোনও উইকেট পাননি। ভারতের ২০৮/৬ স্কোর ৪ বল বাকি থাকতে তুলে দেয় অস্ট্রেলিয়া। যে পরাজয়ের পর ভুবনেশ্বর কুমারের তীব্র সমালোচনা চলছে।


টি-টোয়েন্টি কেরিয়ারে এই প্রথম ৫০ রানের বেশি খরচ করলেন ভুবনেশ্বর। তাঁর বিষাক্ত নাকল বল, স্লোয়ার বাউন্সার, ওয়াইড ইয়র্কার, কোনও অস্ত্রই কাজ করেনি। ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েডদের সামনে বল হাতে কোনও সমস্যাই তৈরি করতে পারেননি উত্তরপ্রদেশের তারকা। ভুবির লাগাতার ব্যর্থতার পর মহম্মদ শামিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না রাখা নিয়ে সমালোচনাও আরও তীব্র হয়েছে।


ম্যাচের প্রথমার্ধ ছিল ভারতীয় ব্যাটারদের দাপট। দ্বিতীয়ার্ধে একইরকম দাপট দেখালেন অস্ট্রেলীয় ব্যাটাররা। মোহালিতে ভারতের ২০৮ রান তাড়া করে ৪ উইকেটে ম্য়াচ জিতে নিল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। তাও ৪ বল বাকি থাকতে। সব মিলিয়ে ম্যাচে উঠল ৪১৯ রান!


সামনে বিরাট লক্ষ্য। অস্ট্রেলিয়া শুরুটা করেছিল ঝড়ের গতিতে। ৩.৩ ওভারে ৩৯ রান যোগ করেন অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন। এরপর ফিঞ্চ (১৩ বলে ২২ রান) ফিরলেও বিধ্বংসী মেজাজে ছিলেন গ্রিন। ৩০ বলে ৬১ রান করে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন গ্রিন। তিন নম্বরে নেমে ২৪ বলে ৩৫ রান করেন স্টিভ স্মিথ।


ফিল্ডারদের জন্য চাপ বাড়ে ভারতের। ব্যক্তিগত ১৯ বলে ৪২ রানে থাকার মাথায় ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেললেন অক্ষর পটেল। হতভাগ্য বোলারের নাম হার্দিক। পরের ওভারে অক্ষরের বলে স্টিভ স্মিথের (তখন ১৪ বলে ১৯ রান) ক্যাচ ফেলেন রাহুল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ভারতকে।


অস্ট্রেলিয়াকে এক ওভারেই জোড়া ধাক্কা দিয়েছিলেন উমেশ যাদব। স্টিভ স্মিথকে ৩৫ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ১ রানে ফেরান ভারতীয় তারকা বোলার। উভয় ক্ষেত্রেই রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত বদল করে সাফল্য পায় ভারত। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়িয়েছিল ১২৩/৪। তখনও পর্যন্ত মনে হচ্ছিল, ভারতের পাল্লা ভারি। কিন্তু শেষ দিকে ম্যাথু ওয়েড ২১ বলে অপরাজিত ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের রাস্তায় এগিয়ে নিয়ে যান।


ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর পটেল ৩-১৭ ও উমেশ যাদব ২-২৭ ছাড়া আর কেউই বলার মতো কিছু করেননি। ভুবনেশ্বর কুমারের ৪ ওভারে ওঠে ৫২ রান।


আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ