ব্রিসবেন: ব্রিসবেনের কোয়ারেন্টিন নীতি নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছিল চাপান-উতোর। শেষ পর্যন্ত তা শীথিল করার শর্তেই গাব্বায় চতুর্থ টেস্ট খেলতে রাজি হয় রাহানের টিম ইন্ডিয়া।
ব্রিসবেনে নেমেই তো তাঁদের চক্ষু চড়কগাছ! এটা হোটেল? না জেল? ব্রিসবেনের একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছে রোহিত, রাহানেদের। কিন্তু, কোয়ারেন্টিনে রাখার নামে কী আচরণ করা হয়েছে তাঁদের সঙ্গে?
একটি ফ্লোরেই কার্যত বন্দি রাখা হয় তাঁদের। হোটেলের লিফ্ট বা জিম ব্যবহারের অনুমতি নেই। নেই রুম সার্ভিস বা অন্য কোনও পরিষেবা।
ক্রিকেটারদের জানানো হয়, ঘর পরিষ্কার করার জন্য পাওয়া যাবে না কাউকে। ওই হোটেলের রেস্তোঁরা থেকেও দেওয়া হবে না খাবার। নিকটবর্তী একটি ভারতীয় রেস্তোঁরা থেকে দেওয়া হবে খাবার।
তুঘলকি কোয়ারেন্টিনের বিরুদ্ধে ক্ষিপ্ত ভারতীয় দল অভিযোগ জানায় বিসিসিআইকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলে ভারতীয় বোর্ড। অবশেষে সমস্যার সমাধান।
বিসিসিআইসূত্রে জানানো হয়েছে, ‘হোটেলের সব লিফ্ট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ক্রিকেটারদের। ব্যবহার করা যাবে জিমও। ক্রিকেটারদের সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে বলেও হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, টিম মিটিংয়ের জন্য আলাদা একটি ঘরও দেওয়া হয়েছে তাদের। কেবলমাত্র সুইমিং পুল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।’
সিডনি টেস্টে দর্শকদের বর্ণবিদ্বেষী আচরণ থেকে ক্রিকেটারদের চোট-আঘাত। অস্ট্রেলিয়া সিরিজে সমস্যা-জর্জরিত টিম ইন্ডিয়া।
জাডেজা-হনুমা বিহারির পর চোটের জন্য ছিটকে গেছেন বুমরাও। তলপেটে চোটের কারণে গাব্বায় তাঁকে পাবে না ভারতীয় দল। এর মধ্যে ব্রিসবেনে হোটেল-বিতর্কে ফের সমালোচনার ঝড় ক্রিকেট মহলে।