অ্যাডিলেড: “এখন নেট প্র্যাকটিস নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। ” সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের ৩১ রানে ঐতিহাসিক জয়ের পর একথাই বললেন কোচ রবি শাস্ত্রী। তিনি বললেন, ছেলেদের এখন বিশ্রামের দরকার।দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের কাছে পরপর সিরিজ হারের পর ভারত অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত।
শাস্ত্রী বলেছেন, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ৩১ রান, দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ৬০-৭০ রানে হারতে হয়েছিল। কাজেই দলের এই পারফরম্যান্স দেখে খুবই ভালো লাগছে। ভালো শুরু করতে পারলে আত্মবিশ্বাসও বাড়ে।
আগামী ১৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট পার্থে। সেখানকার পেস সহায়ক উইকেটে দলের ফাস্ট বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে কোচ আত্মবিশ্বাসী। পার্থ টেস্টের আগে নেট প্র্যাকটিস যে খুব একটা হবে না, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন শাস্ত্রী।
কোচ বলেছেন, ওদের বিশ্রাম প্রয়োজন। নেটের কথা এখন ভাবতে হবে না। আমরা জানি যে, পার্থের উইকেট দ্রুতগতির। ওখানে ফাস্ট বোলাররা সাহায্য পাবে।
তিন পেসার ইশান্ত শর্মা,জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামি এবং স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-এই চার বোলারের যৌথ পারফরম্যান্সে অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ১৫ রানের লিড পায় ভারত। আর শেষপর্যন্ত ডাউন আন্ডারে এবারের সিরিজের প্রথম টেস্টে জয়ের মুখ দেখল ভারত।
বোলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন কোচ। তিনি বললেন, ২৫০ রানের পুঁজি নিয়ে প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে বোলাররা। ওরা যে শৃঙ্খলা দেখিয়েছে, তা দুরন্ত। আর এসব রাতারাতি কিছু হয় না। ওরা এজন্য কঠোর পরিশ্রম করেছে। বোলিং ইউনিট হিসেবে শৃঙ্খলা দেখাতে পারলে, কার বিরুদ্ধে খেলা হচ্ছে, সেটা আর গুরুত্বপূর্ণ থাকে না। সাফল্য তখন এমনিতেই আসবে।
প্রথম ইনিংসে ভুলত্রুটি থেকে খেলোয়াড়রা শিক্ষা নিয়েছে বলেও আশা প্রকাশ করেছেন কোচ। তিনি বলেছেন, প্রথম ইনিংসে খারাপ শটে বেশ কয়েকটা উইকেট পড়েছে। ওটা একেবারেই বোকার মতো কাজ হয়ে গিয়েছে। কিন্তু খেলোয়াড়রা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই প্রসঙ্গে চেতেশ্বর পূজারার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
দলের তরুণ খেলোয়াড় উইকেটরক্ষক ঋষভ পন্ত সম্পর্কে কোচ বলেছেন, ওকে ওর নিজের স্বাভাবিক খেলা খেলতে দিতে হবে। কিন্তু ওকে আরও কিছুটা বিবেচনাবোধের পরিচয় দিতে হবে।
উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিলেন ঋষভ। অজি স্পিনার নাথন লিওনের বল কয়েকবার মাঠের বাইরে পাঠান তিনি। কিন্তু এরপরও বাড়তি ঝুঁকি নিয়ে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন ঋষভ।