লন্ডন: ম্যাচের অনেক আগে থেকেই জল্পনা চলছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বোলিং কম্বিনেশন কী হবে তা নিয়ে। এক স্পিনার খেলানো হলে আর অশ্বিন (R Ashwin), রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে কাকে সুযোগ দেবেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা, তা নিয়েও চর্চা চলছিল।


সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে চেয়েছিলেন, অশ্বিনকেই খেলানো হোক ম্যাচে। শেষ পর্যন্ত অশ্বিনকে বাদ দিয়ে নামল ভারত। এক স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। টসের পর তিনি বলেন, 'আমরা বোলিং করব শুরুতে। আবহাওয়ার জন্য এই সিদ্ধান্ত। মেঘলা আকাশ। আমার মনে হয় না পিচ খুব একটা আচরণগতভাবে পাল্টাবে বলে। ভাল ক্রিকেট খেলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে হবে। আমরা চাপ পেসার ও এক স্পিনারে খেলছি।'


এরপরই রোহিত বলেন, 'একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজাকে খেলাচ্ছি আমরা। অশ্বিনকে বাদ দেওয়া সব সময়ই কঠিন। এত বছর ধরে আমাদের ম্যাচ জেতাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে দলের কথা ভেবে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আর সেই কারণেই ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।'


দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলবেন অজিঙ্ক রাহানে। একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। প্রশ্ন তোলা হয় তাঁর ধারাবাহিকতার অভাব নিয়ে। এমনকী, তিনি নাকি খুচরো রান নিতে পারছেন না, এমন সমালোচনাও হয়েছিল।


তবে আইপিএলে (IPL) দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে গর্জে উঠেছিল তাঁর ব্যাট। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির হাতে পঞ্চম আইপিএল খেতাব তুলে দিতে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল তাঁর ব্যাট।


তারপরই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাহানে। বুধবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুম্বইয়ের তারকা। এদিনই যিনি ৩৫ পূর্ণ করলেন। রোহিত বলেছেন, 'রাহানে ভীষণ অভিজ্ঞ। ৮০টির মতো টেস্ট ম্যাচ খেলেছে। কিছুদিন দলের বাইরে ছিল। তবে তাতে ওর অভিজ্ঞতার ভাণ্ডার কমেনি।'


ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।


অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।




আরও পড়ুন: ওভালের পিচে কীসের জুজু? শামিদের সতর্কবার্তা আক্রমের