নয়াদিল্লি: দিল্লিতে ভয়াবহ দূষণের মধ্যেই সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলায় ভারত ও বাংলাদেশ দু’দলকেই ধন্যবাদ জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ট্যুইট করে বাংলাদেশের প্রশংসাও করেছেন।



দিল্লির বায়ুদূষণ ও ধোঁয়াশার মধ্যে ম্যাচ হবে কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত নির্বিঘ্নেই খেলা শেষ হয়। ভারতে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এই প্রথম টি-২০ ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৬০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।