ইনদওর: টি-২০ সিরিজ অতীত। কাল থেকে শুরু ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। মাঠে নামবে নতুন চেহারার ভারতীয় দল। টি-২০ সিরিজে না খেললেও, টেস্ট দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া টেস্টের নিয়মিত সদস্য অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহারাও দলে আছেন। এই সিরিজে জয় তুলে নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখাই বিরাটদের লক্ষ্য। শাকিব আল-হাসান, তামিম ইকবাল না থাকলেও, লড়াই করতে তৈরি বাংলাদেশের তরুণ ব্রিগেড।


ঘরের মাঠে গত কয়েক বছর ধরে ভারতীয় দলের পারফরম্যান্স অসাধারণ। দেশের মাটিতে টানা ১১টি টেস্ট সিরিজ জিতে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। ফলে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাটবাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে রেকর্ডও ভারতের পক্ষে। এখনও পর্যন্ত দু’দল ৯টি টেস্ট ম্যাচ খেলেছে। ভারত সাতটি টেস্ট ম্যাচে জয় পেয়েছে এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে।

ভারতীয় শিবির সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মতোই বাংলাদেশের বিরুদ্ধেও ওপেন করবেন রোহিত শর্মা ও ময়ঙ্ক অগ্রবাল। বাকি দলেও বদলের সম্ভাবনা কম। বাংলাদেশের প্রধান ভরসা টেস্টের নতুন অধিনায়ক মোমিনুল হক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।