দোহা: ফ্রান্স বনাম আর্জেন্তিনা (France vs Argentina) ফাইনাল খেলাবেন কে, ঘোষণা করে দিল পোল্যান্ড ফুটবল সংস্থা। আর রেফারির নাম শুনলে, আর্জেন্তিনার ফুটবল সমর্থকেরা খুব একটা স্বস্তিতে থাকবেন না।


কারণ, ফাইনাল ম্যাচ পরিচালনা করবে পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। এই রেফারি আগেও আর্জেন্তিনা ম্যাচ খেলিয়েছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে।


কেন পোল্যান্ড ফুটবল সংস্থা ঘোষণা করল? কারণ, সাইমন পোল্যান্ডের। পোলিশ ফুটবল সংস্থা জানিয়েছে, ফিফা-র তরফে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।


লুসেইল স্টেডিয়ামে রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্তিনা। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথও পরিচালনা করেছিলেন সাইমন। সেই ম্যাচে একটি হ্যান্ডবলের জোরাল আবেদন উঠেছিল আর্জেন্তিনা শিবির থেকে। তা নস্যাৎ করে দেন সাইমন। ভার প্রযুক্তির সাহায্যও নেননি।


২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্তিনার একটি ম্যাচ খেলিয়েছিলেন সাইমন। সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিলেন লিওনেল মেসিরা। সেই ম্যাচেও ক্রিস্তিয়ান পাভনকে বক্সে ফাোউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেনাল্টি না দেওয়ার অভিযোগ উঠেছিল সাইমনের বিরুদ্ধে।


শোনা যাচ্ছে, সহকারী রেফারির দায়িত্ব পাবেন পাবেল সোকোলনিকি ও তোমাস লিস্তকিয়েজ।



ফরাসি শিবিরে আতঙ্ক


বিশ্বকাপের ফাইনালের (FIFA World Cup) আগে কি ফরাসি শিবিরে অজানা রোগের হানা?


ফ্রান্সের সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে এমনই তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ফরাসি ফুটবলার আদ্রিয়াঁ হাবিয়ো হোটেলেই ছিলেন। মাঠে আসেননি। পরে দাইয়ো উপামেকানো পরিবর্ত হিসাবে বেঞ্চে ছিলেন। জানা গিয়েছে, দুজনরই জ্বর ও সংক্রমণ হয়েছে। হাবিয়োকে হোটেলে থাকতে বলা হয়েছিল। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, হাবিয়োর উপসর্গগুলো বেশ অদ্ভুত। যে কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কোনও ঝুঁকি নিচ্ছে না ফরাসি শিবির।



রবিবার লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি হবে ফ্রান্স। ফরাসি শিবির থেকে অবশ্য সংক্রমণের বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। মরক্কোকে ২-০ গোলে হারানোর পর ফরাসি ফুটবলার জুল কুন্দে-কে প্রশ্ন করা হয়েছিল, টিমহোটেলে কি কোনও সংক্রমণ ছড়িয়েছে? তিনি বলেন, 'না, না, না। ওরা ভাল আছে।'


ফরাসি কোচ দিদিয়ে দেশঁ বলেছেন, 'আমরা সংক্রমণের জন্য একটু বেশিই সংবেদনশীল। তাপমাত্রা কমেছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সারাক্ষণ চলছে। ওদের একটু জ্বরের মতো হয়েছে। আমরা সতর্ক রয়েছি। সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংক্রমণ সব সময়ই ছড়িয়ে পড়তে পারে। যাতে বাকি ফুটবলাররা দাইয়ো ও হাবিয়োর সংস্পর্শে না আসে, সেটা দেখা হচ্ছে।'


আরও পড়ুন: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান