রাজকোট: দিল্লিতে হার। গুজরাতে জয়। টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১। রবিবার নাগপুরে যারা জিতবে সিরিজ তাদেরই।

বাংলাদেশের বিরুদ্ধে রাজকোটে রোহতি শর্মার বিধ্বংসী ইনিংস। ৪২ বলে ৮৫ রানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। ইনিংস সাজানো থাকল ৬ ছক্কায়। বাউন্ডারি রয়েছে ৬টি। স্ট্রাইকরেট দুশোর ওপর। যার সুবাদে হেরে থেকেও সহজ জয় অর্জন করে সিরিজে সমতা আনল ভারত।

এদিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা ভাল করলেও শেষটা একাবারেই আশানুরূপ হয়নি বাংলাদেশের। লিটন দাস (২৯) ও মহম্মদ নাইম (৩৬), সৌম্য সরকার (৩০) যেভাবে চালিয়ে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ভারতের বিরুদ্ধে বড় স্কোর রাখবে টাইগাররা। তবে দীপক চহার, ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সুবাদে ১৫৩ রানেই থামেন মাহমুদুল্লাহরা। রান পাননি দিল্লি জয়ের নায়ক মুশফিকুর রহিম। ১ টি করে উইকেট পেয়েছেন  চহার ও ওয়াশিংটন সুন্দর। যুজবেন্দ্র চাহলের ঝুলিতে গিয়েছে ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই ফর্মে দেখা যায় রোহিতকে। তাঁর শততম ম্যাচে ফর্মে দেখা যায় বাঁ হাতি ওপেনার শিখর ধবনকেও। যার সুবাদে ১১ ওভারেই ১১৮ রানের যুগলবন্দি করে রোহিত-শিখর জুটি। এরপর শিখর আউট হয়ে ফিরলেও বেগ পেতে হয়নি ভারতে। আমিনুল ইসলামের বলে আউট না হলে রোহিতের ঝুলিতে থাকত টি-টোয়েন্টি কেরিয়ারের পঞ্চম শতরান। তবে সেটা না হলেও ২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পায় ভারত।