নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই ইতিমধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আমূল পরিবর্তন এনেছে। এবার টুর্নামেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পাওয়ার প্লেয়ারের ধারণা রূপায়নের কথা ভাবছে আয়োজক সংস্থা। আইপিএলের সর্বোচ্চ পরিচালন সংস্থা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, প্রত্যেকটি দলকে খেলার যে কোনও সময় কোনও উইকেট পতনের পর বা ওভারের শেষে একজন প্লেয়ারকে পরিবর্ত হিসেবে নামানোর অনুমতি দেওয়া হবে।
বিসিসিআই-এর এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'এই নিয়ম চালু হলে সেক্ষেত্রে কোনও দল প্রথম একাদশের নাম ঘোষণা করবে না। তারা ১৫ জনের নাম জানাবে এবং একজন খেলোয়াড়কে ম্যাচের যে কোনও সময় উইকেট পড়লে বা কোনও ওভারের শেষে পরিবর্ত হিসেবে নামাতে পারবে'।
বোর্ডের ওই কর্তা বলেছেন, 'মনে করুন, শেষ ছয় বলে কোনও দলের ২০ রান দরকার আছে এবং আন্দ্রে রাসেলের মতো কোনও খেলেয়াড় ডাগ-আউটে বসে..কারণ তিনি খেলার জন্য ১০০ শতাংশ তৈরি নন এবং প্রকৃত প্রথম একাদশে নেই। কিন্তু নতুন নিয়ম চালু হলে তিনি ক্রিজে পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামার সুযোগ পাবেন। একইভাবে হয়ত শেষ ওভারে কোনও দলকে ছয় রান ডিফেন্ড করতে হবে এবং ওই দলের জসপ্রিত বুমরাহর মতো কোনও বোলার হয়ত ডাগ-আউটে রয়েছেন। তাহলে অধিনায়ক কী করবেন? ১৯ তম ওভারের শেষে বুমরাহকে আনবেন। এই ধারনার খেলাটাকে আমূল বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে'।
ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই ধারনা ইতিমধ্যেই অনুমোদন পেয়ে গিয়েছে। কিন্তু আগামী মঙ্গলবার মুম্বইতে বোর্ডের সদর দফতরে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।
সবকিছু চূড়ান্ত হলে আসন্ন মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হবে।