মুম্বই: এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কাঠগড়ায় তুললেন যুবরাজ সিংহ। জানিয়ে দিলেন, জাতীয় দলের জন্য আরও ভাল নির্বাচক প্রয়োজন।



২০১১ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমি সব সময় ক্রিকেটারদের রক্ষা করার আর তাদের নিয়ে ইতিবাচক থাকার কথা ভাবি। দল নিয়ে নেতিবাচক কিছু বলাটা ক্রিকেটারদের মনোবলের পক্ষে ভাল নয়। দল যখন খারাপ খেলে তখনও তাদের পাশে দাঁড়িয়ে প্রেরণা দেওয়া থেকেই চারিত্রিক দৃঢ়তা বোঝা যায়। খারাপ সময়ে সকলেই খারাপ কথাই বলে। আমাদের আরও ভাল নির্বাচক প্রয়োজন।’

২০১৯ সালের বিশ্বকাপে বিজয় শঙ্করকে নিয়ে নির্বাচকদের মনোভাবেরও কড়া সমালোচনা করেছেন যুবরাজ। বলেছেন, ‘বিজয় শঙ্কর অদৃশ্য হয়ে গেল। ওকে খেলিয়ে তারপর সরিয়ে ফেলা হল। এভাবে খেলোয়াড় তৈরি হয় নাকি? তিন-চারটি ইনিংস খেলিয়ে ক্রিকেটার তৈরি করা যায় না। আরও বেশি সুযোগ প্রাপ্য।’

নয়াদিল্লিতে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে শিবম দুবের। অনেকে যুবরাজের সঙ্গেই তাঁর তুলনা করছেন। তবে প্রথম ম্যাচে ব্যর্থ শিবম। যুবরাজ বলেছেন, ‘ওর কেরিয়ার শুরু হোক, কিছুদিন খেলুক। তারপর না হয় তুলনা করবেন। মনে হয় না আমার সঙ্গে ওর তুলনা করা উচিত বলে। ও নিজেই নিজের নাম করবে। প্রতিভাবান ক্রিকেটার।’

ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন যুবরাজ। বলেছেন, ‘রাঠৌর কখনও টি-টোয়েন্টি খেলেনি। তাই আমি নিশ্চিত নই ব্যাটসম্যানদের ভুলগুলো কতটা ধরতে পারবে। ওকে সময় দিতে হবে। তারপর ফলাফল মাপবেন।’

ঋষভ পন্থকে নিয়ে যুবরাজের উপলব্ধি, ‘বলব না যে ও সংশয়ে থাকছে। তবে বুঝতে পারছে না সিঙ্গলস নিয়ে খেলবে না বাউন্ডারি মারবে। গতকাল বল প্রতি রান তুলছিল। তারপর আউট হয়ে গেল। ও এমন একজন ক্রিকেটার যে শুরু থেকে বোলারদের আক্রমণ করতে পারে। আবার পরের দিকেও করতে পারে। তবে মাত্র ৮-১০টা ওয়ান ডে খেলেছে। ওকে আরও সময় দিতে হবে।’