অ্যাডিলেড: পারথে গতিসম্পন্ন বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে নাজেহাল হতে হয়েছিল ভারতীয় ব্যাটারদের। একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া আর কেউই সেই ম্যাচে স্বচ্ছন্দ ছিলেন না। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে পড়েছিল ভারত (T20 World Cup)।


বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Ind vs Bang)। তবে এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা রান পাবেন বলে মনে করেন গ্রেম সোয়ান। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনারের মতে, বিরাট কোহলিও ফের তাঁর ব্যাটিং জাদু দেখাতে পারেন অ্যাডিলেডে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে সোয়ান বলেছেন, 'বোলার হিসাবে অ্যাডিলেডের উইকেটে আতঙ্কে থাকতে হতো। দারুণ ব্যাটিং পিচ। স্কোয়্যার বাউন্ডারি খুব ছোট। বেশিরভাগ ভারতীয় মাঠের চেয়েও ছোট। কিন্তু উইকেটের সামনে দুই প্রান্তের বাউন্ডারি বিরাট। সব সময়ই বোলাররা চেষ্টা করে যাতে ব্যাটাররা সোজাসুজি খেলে। তবে স্কোয়্যার বাউন্ডারির দিকে ব্যাটসম্যানের নজর যাবেই। আর বিরাট তা কাজে লাগাতে ওস্তাদ। ওর কভার ড্রাইভ, ফ্লিক, পুল, এই মাঠে ওকে বল করাটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার মনে হয় বিরাট ওর ঠোঁট চাটছে। বড় রান পাবে।'


চাপ কাটানোর চেষ্টা শাকিবের?


ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই কি পরাজয় স্বীকার করে নিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)? নাকি নিজেদের ওপর থেকে চাপ সরানোর চেষ্টা করলেন বাংলাদেশের অধিনায়ক?


বুধবার অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ দ্বৈরথ। গ্রুপ ওয়ানে দুই দলই ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে পেয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় ভারত রয়েছে দুই নম্বরে। বাংলাদেশ তিনে। তবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও। সেক্ষেত্রে বুধবারের ম্যাচে ভারতকে হারাতেই হবে শাকিবদের। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে হবে।


ম্যাচের আগের দিন অবশ্য শাকিবের গলায় শোনা গেল অন্য সুর। বললেন, 'অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হব। দুই দলই কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। ভাল খেললে আমরা জিতব না কেন? আয়ার্ল্যান্ডকে দেখেছি ইংল্যান্ডকে হারাচ্ছে। জিম্বাবোয়ে এই বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়েছে। একইরকম ফল আমাদেরও খুশি করবে।' তাঁর সংযোজন, 'ভারত ফেভারিট। ওরা বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। আমরা ভারতের বিরুদ্ধে জিতে গেলে সেটাকে অঘটন বলা হবে আমরা জানি। তবে আমরা সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।'


আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?