নয়াদিল্লি: শিশিরে ভেজা ইডেনের মাঠ। গোলাপি আলোয় প্রজাপতি চাঁদোয়ায় মায়াবী থেকে আরও মায়াবী হচ্ছে ক্রিকেটের নন্দন কানন। তার ওপর গোলাপি বলের নড়াচড়া। একেবারে রোমাঞ্চময় হেমন্ত সন্ধ্যায় কাব্য লিখে রাখলেন বিরাট কোহলি। প্রথম ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজারের ওপর রান করে ফেললেন তিনি। সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, অতীতের কোনও অধিনায়কেরই এই কৃতিত্ব নেই। বিশ্ব ক্রিকেটে ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, গ্রেম স্মিথ, রিকি পন্টিং ও স্টিফেন ফ্লেমিংয়েরই কেবল এই কৃতিত্ব ছিল। এবার সেই সরণীতে রান করতে করতে ঢুকে পড়লেন বিরাটও।



এদিন ইডেনে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অর্ধশতরানের ইনিংসও খেললেন বিরাট কোহলি। অর্ধ শতরান এসেছে চেতেশ্বর পূজারার (৫৫) ব্যাট থেকেও। সব মিলিয়ে দিনরাতের টেস্টের তিন সেশনের খেলার পর ভারত বাংলাদেশের থেকে ৬৮ রানে এগিয়ে। ময়াঙ্ক অগ্রবাল, রোহিত বড় স্কোর না করতে পারলেও ইতিমধ্যেই খেলার চালক আসনে ভারত।



প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গোলাপি বলের সামনে শুরু থেকেই কোণঠাসা দেখায় বেঙ্গল টাইগারদের। ঈশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামির আগুনে স্পেলের সামনে ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। কোনও রান না করেই অধিনায়ক মমিনুল হক, মহম্মদ মিঠুন এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফেরেন। কিছুটা হলেও ক্রিজে থেকে রান করেন লিটন দাস। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন শাদমান ইসলাম। ভারতীয় বোলারদের মধ্যে গোলাপি বল হাতে ৫ উইকটে তুলে নিয়েছেন ইশান্ত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতেরও। তবে পূজারা ও কোহলি জুটিই ভারতের ভিত মজবুত করে দেয়।


বাংলাদেশ- ১০৬


ভারত- ১৭৪/৩