সাদাম্পটন: তাঁকে কেন্দ্র করে পঞ্চম টেস্ট ও সিরিজ জয়ের অঙ্ক সাজিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু করোনার ধাক্কায় রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা (Jasprit bumrah)। ম্যাচ হেরে যায় ভারত। সিরিজ শেষ হয় ২-২ ব্যবধানে।
তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে পড়ছেন রোহিত শর্মা। করোনামুক্ত তিনি। নিজেই জানিয়ে দিলেন যে, আর কোনও উপসর্গ নেই। শেষ ২-৩টি করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ফলে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে সমস্যা নেই।
বুধবার সাংবাদিকদের রোহিত বলেন, 'সুস্থ হয়ে উঠেছি। করোনা হওয়ার পর ৮-৯ দিন কেটে গিয়েছে। যে সমস্ত খেলোয়াড়ের করোনা হয়েছে, তাদের এক একজনের সেরে ওঠার পর এক এক রকম অভিজ্ঞতা হয়েছে। আমার এখনও পর্যন্ত কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন হল প্র্যাক্টিস করছি। আরও ২-৩টে করোনা পরীক্ষা করিয়েছি। সবকটির ফলই নেগেটিভ। কোনও উপসর্গ নেই।'
রোহিত যোগ করেছেন, 'মাঠে ফেরা সবসময়ই ভাল অভিজ্ঞতা। তবে কিছু জিনিস কারও নিয়ন্ত্রণে থাকে না।' বুধবার প্র্যাক্টিসের ফাঁকে দীর্ঘক্ষণ তাঁকে ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। রোহিত বলছেন, 'লক্ষ্মণ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। জানতে চেয়েছি দল কেমন করেছে আয়ার্ল্যান্ডে। প্রস্তুতি কেমন হয়েছে। প্রত্যেকের ব্যাপারে আলাদা করে খোঁজ নিয়েছি।'
তিনি করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন। আর ভারত এজবাস্টনে টেস্টে হেরে যায়। রোহিত বলছেন, 'মাঠের বাইরে থেকে দলের খেলা দেখাটা খুব খারাপ অভিজ্ঞতা। প্রস্তুতি ম্যাচের সময়ই কয়েকদিন কষ্ট হচ্ছিল। তারপরই করোনা পজিটিভ হই। তবে এখন পুরো সুস্থ। টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে খেলতে মুখিয়ে রয়েছি। মাঠে ফিরে রোমাঞ্চিত।'
আরও পড়ুন: কষ্টার্জিত জয় সিন্ধুর, সহজেই দ্বিতীয় রাউন্ডে প্রণয়, প্রথম রাউন্ড থেকেই বিদায় সাইনার