লন্ডন: লর্ডসে ব্রিটিশ-বধ। তাও আবার স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন। ২০১৪ সালের পর ফের একবার ক্রিকেটের মক্কা বলে পরিচিত লর্ডসে ভারতের হাতে নাস্তানাবুদ হতে হল ইংরেজ ক্রিকেট দলকে। ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে ১৫১ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। যে জয় মাঠে বসে দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং ম্যাচের শেষে নিজের আবেগ গোপন করতে পারলেন না।
সৌরভ ট্যুইট করলেন, 'ভারতের দুর্দান্ত জয়। প্রত্যেকে অসাধারণ চারিত্রিক দৃঢ়তা আর সাহস দেখিয়েছে। এত কাছ থেকে এই জয় দেখা অসাধারণ অভিজ্ঞতা।'
উচ্ছ্বাস প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকরও। তিনি ট্যুইট করেন, 'ওফ একটা টেস্ট ম্যাচ হল বটে। প্রত্যকটা মুহূর্ত উপভোগ করেছি। কঠিন পরিস্থিতিতে যে প্রতিরোধ ক্ষমতা আর জেদ দেখিয়েছে এই দল, তা আমার চোখে অনবদ্য।'
ভি ভি এস লক্ষ্মণ ট্যুইট করেছেন, 'টেস্ট ক্রিকেটের অবিশ্বাস্য একটা দিন। প্রত্যেক ভারতীয় সমর্থক দীর্ঘদিন এই ম্যাচ মনে রাখবেন। দিনের শুরুতে বুমরা ও শামির ব্যাট হাতে লড়াই আর পরে বল হাতে সিরাজ, বুমরা, ইশান্ত ও শামির ম্যাচ জেতানো পারফরম্যান্স। দারুণ জয়।'
হার্দিক পাণ্ড্য ট্যুইট করেন, 'আমার ভারত জিতেছে। আমি গর্বিত।'
ঋষভ পন্থ ম্যাচ জেতার পর ট্যুইটারে লিখেছেন, 'আমরা জেতার জন্য ক্ষুধার্ত ছিলাম। এবং শেষ পর্যন্ত জিতে দেখিয়েছি। প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছে আর লর্ডস থেকে এমন একটা ম্যাচ জিতে যাচ্ছি যেটা সকলে অনেকদিন মনে রাখবে।'
চেতেশ্বর পূজারার ট্যুইট, 'দলগত প্রচেষ্টার জয়।'
ম্যাচের রাশ নাটকীয়ভাবে পেন্ডুলামের মতো একবার ভারতের দিকে ঝুঁকেছে, তো পরের মুহূর্তেই ইংল্যান্ডের দিকে। শেষ দিকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। লর্ডসে রূপকথার জয় ছিনিয়ে নিল ভারত। ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গেল ভারত।