আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি একাধিক ব্যক্তিগত নজিরও গড়লেন বিরাট কোহলি। এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক। এই ইনিংসের সুবাদে তিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী অধিনায়ক হয়ে গেলেন। একইসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি অর্ধশতরান করে ফেললেন বিরাট। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এদিন ২৮-তম অর্ধশতরান করলেন। অধিনায়ক হিসেবে ৪৫টি ম্যাচ খেলে এটি তাঁর দ্বাদশ অর্ধশতরান।


এতদিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল অস্ট্রেলিয়ার অ্যার ফিঞ্চের। তাঁকে টপকে নতুন রেকর্ড গড়লেন বিরাট।


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে এই প্রথম ওপেন করতে নামেন বিরাট। প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি রোহিত। কিন্তু এই দুই ব্যাটসম্যান এদিন ওপেন করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন। শুরুতে বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। তিনি ফিরে যাওয়ার পর ইনিংসের হাল ধরে শেষপর্যন্ত ক্রিজে থাকেন বিরাট। ভারতের ওপেনিং জুটিতে এদিন ৯৪ রান যোগ হয়। তখনই বড় রানের আশা তৈরি হয়েছিল। রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন সূর্যকুমার যাদব। তিনিও ভাল পারফরম্যান্স দেখান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্য। ফলে ২ উইকেটে ২২৪ রান করে ভারতীয় দল। এই রান টপকে যাওয়া অত্যন্ত কঠিন ছিল। সেটা করতে পারেনি ইংল্যান্ড। ফলে সহজ জয় পায় ভারত।


ভারতের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের জাত চেনাচ্ছেন সূর্যকুমার। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান। কিন্তু সেই ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। এরপর তৃতীয় ম্যাচে দলে রোহিতকে সুযোগ দেওয়ার জন্য তাঁকে বাদ দেওয়া হয়। চতুর্থ ম্যাচে ঈশান কিষাণের বদলে খেলার সুযোগ পেয়েই তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই তিনি ছক্কা মারেন। পঞ্চম ম্যাচেও তিনি দু’টি ছক্কা মারেন। ভাল পারফরম্যান্স দেখানোর সুবাদে একদিনের সিরিজের দলেও জায়গা পেয়েছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান।