হেডিংলে: ভারতের ব্যাটিং বিপর্যয়ের বাইশ গজেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটালেন ইংরেজ ব্যাটসম্যানেরা। লিডসে ভারতের বিরুদ্ধে বিশাল রানের লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার, টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩/৮। হাতে এখনও ২ উইকেট। সব মিলিয়ে ভারতের চেয়ে এখনই ৩৪৫ রানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ম্যাচের এখনও পুরো তিনদিনের খেলা বাকি। ভারতের সামনে তাই দ্বিতীয় ইনিংসে অলৌকিক কিছু করে ম্যাচ বাঁচানোর লড়াই।
বৃহস্পতিবার দিনটা ছিল জো রুট-ময়। লর্ডসের পর এ বার লিডসে। আবার শতরান করলেন জো রুট। সেই সঙ্গেই তিনি গড়ে ফেললেন একাধিক নজির। ব্রিটিশ ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড করেছেন তিনি। পাশাপাশি একই বছরে সর্বোচ্চ সংখ্যক শতরানের নজির গড়ে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক। এর আগে ১৯৪৭ সালে ডেনিস কম্পটন এবং ২০০২ সালে মাইকেল ভনও একই বছরে ৬টি করে শতরান করেছিলেন। সেই দিক থেকে তৃতীয় ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে একই বছরে ছ'টি শতরান করে ফেলেছেন রুট। তবে রুটের দুটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার আরও একটি নজির গড়েছেন রুট। ভারতের বিরুদ্ধে ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শতরানও করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে মোট ৮টি শতরান করেছেন রুট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালেস্টেয়ার কুক। তিনি মোট ৭টি শতরান করেছিলেন ভারতের বিরুদ্ধে। আর কেভিন পিটারসেন ছ'টি সেঞ্চুরি করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
ব্রিটিশ অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরানের মালিকও জো রুটই। অধিনায়ক রুট ভারতের বিরুদ্ধে করেছেন ৫টি সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে কুক ৪টি শতরান করেছিলেন ভারতের বিরুদ্ধে। এই তালিকায় তিনে রয়েছেন গ্রাহাম গুচ। অধিনায়ক গুচ ভারতের বিরুদ্ধে করেছিলেন ৩টি শতরান।
ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজার। যশপ্রীত বুমরা নিয়েছেন ১ উইকেট।