লর্ডস: লর্ডসে দ্বিতীয় টেস্টেও ভাল শুরু করে বড় রান করতে পারেননি বিরাট কোহলি। ভারত অধিনায়ক লর্ডস টেস্টে ৪২ রান করে প্যাভিলয়নে ফিরেছেন। প্রথম টেস্টে অ্যান্ডারসনের শিকার হতে হলেও, এই টেস্টে ওলি রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বিরাটকে। আর ভারত অধিনায়কের উইকেটই নিজের সেরা উইকেট হিসেবে বেছে নিলেন ইংল্য়ান্ড পেসার। 


৪৮ ইনিংস ধরে ভারত অধিনায়কের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। প্রথম টেস্টেও রান পাননি। লর্ডসে নিজেকে গুছিয়ে নিয়ে ভালই এগোচ্ছিলেন বিরাট। কিন্তু ব্যক্তিগত ৪২ রানের মাথায় রবিনসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। সে প্রসঙ্গে রবিনসন বলেন, 'বিরাটের উইকেটই আমার কাছে সবচেয়ে সেরা। তাই আমি ভীষণ খুশি। এই মুহূর্তটা অনেক বড়।'


কিন্তু কীভাবে ভারত অধিনায়ককে ফাঁদে ফেললেন? সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন রবিনসন। তিনি বলেন, 'প্রথম থেকেই আমার প্ল্যান ছিল চতুর্থ ও পঞ্চম স্টাম্পে বিরাটকে বল করে যাওয়া। সেই প্ল্যান সৌভাগ্যবশত কাজ করে গিয়েছে।' 


স্টুয়ার্ট ব্রড না থাকায় অ্যান্ডারসনের সঙ্গে নতুন বলে বল করার সুযোগ হয়েছে রবিনসনের। সে অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'জিমির পাশে বল করাটা সবসময়ই গর্বের ও সম্মানের। আমি প্রস্তুত ছিলাম এই সময়টার জন্য।'


লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৩৬৪ রানে অল আউট হয়ে গেল ভারত। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২৭৬ রান বোর্ডে তুলে নিলেছিল ভারতীয় দল। এদিন আর ৮৮ রান বোর্ডে যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে বসে ভারত। রবিনসন মোট ৩৩ ওভারে ৭৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। বিরাট ছাড়া তাঁর শিকার কে এল রাহুল। এদিন খেলার শুরুতেই রাহুলকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তরুণ এই ইংরেজ পেসার।  ডম সিবলির হাতে ক্যাচ দিয়ে রবিনসনের বলে এদিন প্য়াভিলিয়নে ফেরেন রাহুল।