ওভাল: বড় রান না পেয়ে বিরাট কোহলি (Virat Kohli) যে ভেতর ভেতর কতটা মুষড়ে আছেন, তার আঁচ পাওয়া গেল রবিবার। ওভাল টেস্টের চতুর্থ দিনে বিরাট কোহলির কমপক্ষে তিনটি ক্যাচ ফিল্ডারদের একটু আগে পড়ে যায়। তবু বড় রান করতে পারলেন না কোহলি। ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে গেলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁর ক্ষোভ গিয়ে পড়ল দরজায়। সপাটে ঘুষি মারলেন কোহলি। ম্য়াচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় যা ধরা পড়েছে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল।


রবিবার ওভালে ১১১ তম ওভারে মঈন আলির শেষ বলে বিরাট আউট হয়ে যান। পিচের ক্ষতস্থানে বল ফেলার চেষ্টা করেন মঈন। কিন্তু ক্ষতে না পড়ে অফস্টাম্প লাইনে বল সোজা চলে যায়। কোহলির ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভার্টনের হাতে জমা পড়ে বল। ৯৬ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট।


আউট হওয়ায় স্বভাবতই হতাশ দেখাচ্ছিল ভারতীয় অধিনায়ককে। সেই হতাশা রাগে পরিণত হতে বেশি সময় লাগেনি। ড্রেসিংরুমে ফিরে দরজায় সপাটে মারেন বিরাট।



ইংরেজ টেল এন্ডাররা প্রথম ইনিংসে দলের বিপর্যয় রুখে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সেই টেল এন্ডাররাই মরিয়া লড়াই চালালেন। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ৪৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে ৩৬৭ রানের লিড নিয়ে শেষ হল বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য। ম্যাচ জিততে হলে বাকি ১২০ ওভারে ৩৬৮ রান তুলতে হবে জো রুটদের।


২৭০/৩ স্কোর নিয়ে খেলা শুরু করে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৮ রান করে ফিরে যান রবীন্দ্র জাডেজা। ২ ওভার পরেই কোনও রান করার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। চলতি ইংল্যান্ড সফরে যাঁর ব্যাটে রানের খরা চলছে। বিরাট কোহলিও হাফসেঞ্চুরির ৬ রান আগে, ব্যক্তিগত ৪৪ রানের মাথায় আউট হন। তাঁর ক্যাচ না পড়লে আরও আগেই ফিরে যেতে হতো ভারত অধিনায়ককে। ভারতের স্কোর দাঁড়ায় ৩১২/৬। ঠিক যখন মনে করা হচ্ছিল রোহিত শর্মার সেঞ্চুরি বা চেতেশ্বর পূজারার লড়াকু হাফসেঞ্চুরি সত্ত্বেও বড় ইনিংস গড়তে পারবে না ভারত, তখনই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের।


১০৬ বলে ৫০ রান করেন পন্থ। শার্দুল করেন ৬০ রান। শেষের দিকে চালিয়ে খেলে ২৩ বলে ২৫ রান করেন উমেশ যাদব। এমনকী, যশপ্রীত বুমরাও ৩৮ বলে ২৪ রান করেন। ভারত ৪৬৬ রান তোলে। ইংরেজ বোলারদের মধ্যে ৩ উইকেট ক্রিস ওকসের।


ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।