নটিংহ্যাম: হাতে ৯ উইকেট, জয়ের জন্য সারাদিনে দরকার মাত্র ১৫৭ রান। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার জন্য এরকম সুযোগ বারবার আসে না। ভারতীয় দলের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে সেই সুযোগ হাতছাড়া হল। বৃষ্টির জন্য ট্রেন্ট ব্রিজে ম্যাচের শেষ দিন একটি বলও করা গেল না। ফলে ম্যাচ ড্র হয়ে গেল।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের দরকার ছিল ২০৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটে ৫২। ২৬ রান করে আউট হয়ে যান কে এল রাহুল। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা (১২ অপরাজিত) ও চেতেশ্বর পূজারা (১২ অপরাজিত)। ভারতের সমর্থকদের আশা ছিল, শেষ দিন সহজেই জয় আসবে। কিন্তু প্রকৃতি সহায় না থাকায় সেই আশা পূরণ হল না।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৮৩ রানে অলআউট করে দিয়ে এই ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে ভারতীয় দল। ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৪৮ রান দিয়ে একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের হয়ে ৬৪ রান করেন অধিনায়ক জো রুট। জবাবে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ৮৪ রান করেন রাহুল। রবীন্দ্র জাডেজা করেন ৫৬ রান। ইংল্যান্ডের হয়ে ৮৫ রান দিয়ে ৫ উইকেট নেন অলি রবিনসন। ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩০৩ রান করে। রুট ১০৯ রান করেন। এই ইনিংসে ৫ উইকেট নেন বুমরাহ। দু’টি করে উইকেট নেন সিরাজ ও ঠাকুর। একটি উইকেট নেন শামি।
এই সিরিজের দ্বিতীয় টেস্ট ১২ অগাস্ট থেকে শুরু হবে লর্ডসে। ভারতীয় দল এখন সেই ম্যাচের দিকে তাকিয়ে। ভাল পারফরম্যান্স বজায় রাখাই বুমরাহ, শামিদের লক্ষ্য।