Messi on PSG: প্যারিসেই যাচ্ছেন মেসি, চুক্তি পাকা, খবর সূত্রের

Lionel Messi leaves Barcelona: নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল দি মারিয়ার সতীর্থ হতে চলেছেন মেসি।

Continues below advertisement

বার্সেলোনা: সাংবাদিক বৈঠকে চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানালেও, এরপর কোন ক্লাবে যাচ্ছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি লিওনেল মেসি। তিনি শুধু জানিয়েছেন, কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চলছে। প্যারিস সাঁ-জা-তেও যেতে পারেন তিনি। মেসি নিজে নিশ্চিত না করলেও, সূত্রের খবর, প্যারিসেই যাচ্ছেন তিনি। নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল দি মারিয়ার সতীর্থ হতে চলেছেন মেসি।

Continues below advertisement

৩০ জুন বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন আগে বার্সা কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মেসির সঙ্গে চুক্তি নবীকরণ করা হচ্ছে না। আর্থিক সমস্যার কারণে মেসি নতুন চুক্তিতে সই করছেন না। তিনি এত বছর পর ক্লাব ছাড়ছেন। এরপর আজ সাংবাদিক বৈঠকে মেসি জানালেন, তিনি বার্সেলোনাকে বিদায় জানাচ্ছেন। 

আজ সাংবাদিক বৈঠকে মেসি বলেন, ‘সত্যি কথা হল, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। গত কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম,কী বলব? সত্যি কথা হল, কিছু ভাবতেই পারছি না।  এত বছর ধরে এখানে থাকার পর ক্লাব ছাড়া সত্যিই কঠিন। আমি এর জন্য তৈরি না। গত বছর আমি জানতাম কী বলব, কিন্তু এ বছর কী বলব সত্যিই জানি না। আমরা ভেবেছিলাম, আমরা বার্সেলোনায় থাকব। কিন্তু আজ বিদায় জানাতে হচ্ছে। আমি ১৩ বছর বয়স থেকে এখানে আছি। আমার সারাটা জীবন এখানেই কেটেছে। এত বছর পরে আমি স্ত্রী, তিন কাতালান সন্তানকে নিয়ে চলে যাচ্ছি। এখানেই আমার বাড়ি। আমি সন্তানদের কথা দিয়েছি, এখানে ফিরে আসব।’ 

মেসি আরও বলেন, ‘আমরা চলে যাচ্ছি। আমি কোনওদিন ভাবিনি, বিদায় জানাতে হবে। এ কথা কোনওদিন ভাবিনি। অতিমারীর সময় খেলা কঠিন। কাছের লোকেরা নেই, সমর্থকরা আমার নাম ধরে চিৎকার করছে না, এরকম পরিস্থিতিতে খেলা খুব কঠিন। দেড় বছর ধরে আমরা দর্শক ছাড়া খেলছি। আমি যদি কোনওদিন বার্সা ছাড়ার কথা ভাবতাম, তাহলে ক্যাম্প ন্যুতে অংসখ্য মানুষের উপস্থিতিতে ভালভাবে বিদায় জানিয়ে যাওয়ার কথা ভাবতাম। কিন্তু সেটা হল না।’ 

গত সপ্তাহে স্পেনের ইবিজায় একটি রিসর্টে নেইমার, দি মারিয়াদের সঙ্গে মেসিকে দেখা যায়। এরপরেই তাঁর পিএসজি-তে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। আজ অবশ্য মেসি দাবি করেছেন, পিএসজি-র ফুটবলারদের সঙ্গে তাঁর ছবি নেহাতই কাকতালীয়।

Continues below advertisement
Sponsored Links by Taboola