ওভাল: চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং করলেন ইংল্য়ান্ডের বোলাররা। এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের মিডল অর্ডারের ২ স্থম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে সিরিজে টানা দ্বিতীয়বার অর্ধশতরানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। 


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতীয় দলে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। তাঁদের বদলে প্রথম একাদশে জায়গা করে নেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। প্রথম টেস্টের পর ফের চতুর্থ টেস্টে দলে ফিরেছেন শার্দুল। অন্যদিকে গত বছর মেলবোর্ন টেস্টের পর ফের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উমেশ যাদব। অন্যদিকে ইংল্য়ান্ড স্কোয়াডে ফেরার পর প্রথম একাদশেও জায়গা করে নেন ক্রিস ওকস। 


এদিন শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ওকসের বলে আউট রোহিত। ফিরলেন ১১ রান করে। এদিন রান পেলেন না কে এল রাহুলও। দ্বিতীয় উইকেটের পতন ভারতের। লেগবিফোর হয়ে ১৭ রানে প্যাভিলয়নে ফেরেন রাহুল। এরপর পূজারাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি এদিন মাত্র ৪ রান করে আউট হন। পাঁচ নম্বরে এদিন নেমেছিলেন জাদেজা। কিন্তু তিনিও বেশিক্ষণ বিরাটকে সঙ্গ দিতে পারেননি। ১০ রানে ফেরেন ভারতীয় অলরাউন্ডার। 


নতুন পজিশনে ব্যাট করতে নেমেও ব্যর্থ রাহানে। বিরাটের ডেপুটির ঝুলিতে এদিন মাত্র ১৪ রান। বিরাট এরইমধ্যে ফের অর্ধশতরান পূরণ করেন। কিন্তু তিনি এরপরই প্যাভিলিয়নে ফেরেন। রবিনসনের বলেই বেয়ারস্টোর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। তবে এরপরই খেলা জমিয়ে দেন শার্দুল ঠাকুর। চালিয়ে খেলা শুরু করেন ভারতীয় পেসার। এর আগে অস্ট্রেলিয়া সফরেও শার্দুল তাঁর ব্যাটিংয়ের জাদু দেখিয়েছিলেন। এদিন দরকারের সময়ে আরও একবার জ্বলে উঠল তাঁর ব্যাট। ৫৭ রানের ইনিংস খেলে দলকেও দুশোর দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৯১ রানে অল আউট হয়ে যায় ভারত।