ওভাল: জমে উঠেছে ওভাল টেস্ট। ম্যাচের বয়স মাত্র দু'দিন। এরই মধ্যে ম্যাচের রাশ কখনও থাকছে ভারতের দিকে, তো কখনও ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিন ইংল্যান্ড ২৯০ রানে অল আউট হয়ে যায়। ভারতের চেয়ে ৯৯ রানের লিড নিয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা ভাল হয়েছে। দুই ওপেনার মিলে অবিচ্ছেদ্য জুটিতে ৪৩ রান যোগ করেছেন। রোহিত শর্মা ২০ ও কে এল রাহুল ২২ রানে ক্রিজে। ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত।


বৃহস্পতিবার ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর শুরুতেই ভেঙে দেওয়ার পরেও শুক্রবার শেষ পর্যন্ত ৯৯ রানের লিড হজম করতে হয় ভারতকে। টেল এন্ডারদের লড়াইকে সম্বল করে ভারতের বিরুদ্ধে ওভালে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে।


৫৩/৩ অবস্থায় ব্যাট করতে নেমে শুক্রবার শুরুতেই ক্রেগ ওভার্টনকে হারায় ইংল্যান্ড। সামান্য় পরেই দাভিদ মালানকে তুলে নেন উমেশ যাদব। ইংল্যান্ডের স্কোর তখন ৬২/৫ এবং মনে করা হচ্ছিল ভারতের অল্প রানের পুঁজিও বোলারদের দাপুটে পারফরম্যান্সের দিন মহার্ঘ হয়ে দাঁড়াবে। ঠিক সেখান থেকেই পাল্টা লড়াই শুরু ইংরেজ ব্যাটসম্যানদের। ক্রিজে দাঁড়িয়ে যান অলি পোপ ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে।


মহম্মদ সিরাজ বেয়ারস্টোকে (৩৭) ফেরালেও পোপ একদিক আঁকড়ে ছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন মঈন আলি (৩৫)। পোপ ৮১ রান করে আউট হওয়ার পর ব্যাট হাতে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন ক্রিস ওকস। ৬০ বলে ৫০ রান করেন তিনি। ভারতের চেয়ে ৯৯ রানে এগিয়ে, ২৯০ স্কোরে শেষ হয় ইংল্যান্ড।


ভারতীয় বোলারদের মধ্যে উমেশ তিনটি উইকেট নেন। টেস্টে দেড়শো উইকেট হয়ে গেল বিদর্ভের ডানহাতি পেসারের। যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের।


এদিন ফের মাঠে ঢুকে পড়েন অনুপ্রবেশকারী জার্ভো। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে হ্যাটট্রিক করে ফেললেন। তিনবার প্রহরীদের টপকে ঢুকে পড়লেন মাঠে। শুক্রবার তখন ইংল্যান্ডের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জনি বেয়ারস্টো ও অলি পোপ। ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে বল করছিলেন উমেশ যাদব। তাঁর দ্বিতীয় বলের পরেই মাঠে প্রবেশ জার্ভোর। বোলিং রান আপ ধরে দৌড়ে সোজা গিয়ে ধাক্কা মারলেন বেয়ারস্টোকে। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে মাঠ থেকে বার করে নিয়ে গেলেন।


কোয়ারেন্টিন শেষ, আবু ধাবিতে প্র্যাক্টিস শুরু হরভজনদের, পৌঁছে গেলেন কার্তিক