লন্ডন: লর্ডস টেস্টের পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু মাঠের দুজনের দ্বৈরথ এমনই উত্তপ্ত জায়গায় পৌঁছে গিয়েছিল যে, চর্চা থামার লক্ষণই নেই।
যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও জেমস অ্যান্ডারসন (James Anderson)। লর্ডসে যে দুজনের বাগযুদ্ধ টেস্ট ম্যাচের উত্তাপ আচমকাই বাড়িয়ে দিয়েছিল।
এবার অ্যান্ডারসন জানালেন যে, লর্ডসে তাঁকে ইচ্ছাকৃতভাবে শর্ট বল করছিলেন বুমরা! বুমরার বল খেলার সময় জীবনে এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ইংরেজ পেসার। ব্যাট করার সময় সম্ভবত একটা সময় ভারতের পেস বোলার বুমরাকে ভয়ও পেয়েছিলেন অ্যান্ডারসন। একটা সময় তাঁর মনে হয়েছিল যে, বুমরা তাঁকে আউট করতে চাইছেন না।
লর্ডসে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ইংরেজ খেলোয়াড়দের উত্তেজনার ছবি দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে এতদিন সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অ্যান্ডারসন। হেডিংলে টেস্টে বল গড়ানোর ঠিক আগে মুখ খুললেন ইংরেজ পেসার। একটি পডকাস্টে অ্যান্ডারসন জানান যে, একটা সময় তিনি যখন ব্যাট করতে নামছিলেন তখন তাঁকে সতীর্থরা বলেছিলেন, লর্ডসের উইকেট মন্থর গতির। বুমরাও বেশি গতিতে বল করছেন না। কিন্তু তিনি যখন ব্যাট হাতে বাইশ গজে নেমেছিলেন, তখন বুঝতে পেরেছিলেন বুমরা তাঁকে ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করছেন। তিনি একটা সময় এও উপলব্ধি করেন যে, তাঁকে বুমরা আউট করতেই চাইছেন না।
অ্যান্ডারসন বলেছেন, ‘এটা সত্যিই যে আমি যখন ব্যাট করতে এসেছিলাম তখন উইকেট বেশ স্লো ছিল। জো রুট বলেছিল বুমরা যতটা দ্রুত গতিতে বল করে থাকে তা করছে না। তবে আমায় করা ওর প্রথম বলটি ছিল ঘণ্টায় ৯০ মাইল গতিতে। মনে হয়েছিল, আমি আমার কেরিয়ারে এরকম কখনও অনুভব করিনি। পরে মনে হয় যে, আমাকে আউট করার চেষ্টাই করছে না ও।’
লর্ডসে একটা সময় বুমরার বলে অ্যান্ডারসন এমন থরহরিকম্প শুরু করেন যে, যত দ্রুত সম্ভব নিজের স্ট্রাইক রুটকে দিতে চাইছিলেন।
আরও পড়ুন