লন্ডন: বিরল পরিস্থিতি ইংল্যান্ডে ভারতীয় শিবিরে।
দুজন স্পেশ্যালিস্ট উইকেটকিপারকে নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন বিরাট কোহলি। অথচ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল, সেখানে উইকেটকিপার হিসাবে কাকে নামাবেন, ভাবতে কালঘাম ছুটছে টিম ম্যানেজমেন্টের।
না, এতটা পড়ে ভেবে বসবেন না যে, স্পেশ্যালিস্ট উইকেটকিপার ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহা দুজনই দুরন্ত ফর্নে রয়েছেন এবং কাকে বসিয়ে কাকে প্রস্তুতি ম্যাচে সুযোগ দেওয়া হবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না জাতীয় দলের অধিনায়ক কোহলি বা কোচ রবি শাস্ত্রী।
তাহলে?
আসলে, করোনার ধাক্কায় ভারতীয় শিবিরের যাবতীয় অঙ্ক ঘেঁটে গিয়েছে। ঋষভ করোনা আক্রান্ত হয়েছিলেন। সূত্রের খবর, তিনি সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু ডারহামে জাতীয় দলের সঙ্গে এখনও যোগ দেননি রুরকির তারকা। তাই প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।
আর ঋদ্ধি? বাংলার উইকেটকিপার এমনিতেই এখন টেস্ট দলে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। তাঁর পরিবর্তে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ পন্থ। ব্যাট হাতে দলের হয়ে সাম্প্রতিক অতীতে এমন কিছু ইনিংস খেলে দিয়েছেন পন্থ যে, ঋদ্ধির এখনই টেস্টের প্রথম একাদশে খেলার সম্ভাবনা নেই। যদি না পন্থ কোনও চোট আঘাত পান। পন্থের করোনা অবশ্য ঋদ্ধির সামনে আচমকাই সুযোগ এনে হাজির করে দিয়েছিল। প্রস্তুতি ম্যাচে পন্থের অনুপস্থিতিতে উইকেটের পিছনে দুরন্ত কিছু ক্যাচ নিলে বা ব্যাট হাতে একটা বড় ইনিংস খেলে ফেললে, কে বলতে পারে টেস্ট দলের দরজাও ফের ঋদ্ধির জন্য খুলে যেত না!
কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কারণ, ভারতীয় দলের সঙ্গে থ্রো ডাউন স্পেশ্যালিস্ট হিসাবে বাংলার দয়ানন্দ গরানি গিয়েছেন এবং, তিনিও করোনা আক্রান্ত। দয়ানন্দের সংস্পর্শে এসেছিলেন ঋদ্ধি এবং সেই কারণে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। দশদিন নিভৃতবাসে থাকতে হবে বঙ্গ উইকেটকিপারকে। একইভাবে নিভৃতবাসে রয়েছেন বোলিং কোচ ভরত অরুণ ও তাঁর পরিবার এবং বাংলার আর এক ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণও।
ফলে চেস্টারলি স্ট্রিটে কাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলা কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে কে এল রাহুলকে। যিনি মূলত বিকল্প ওপেনার হিসাবে দলের সঙ্গে গিয়েছেন। পার্টটাইম উইকিটকিপারও। শুভমন গিল চোটের জন্য নেই। প্রস্তুতি ম্যাচে উইকেটের পিছনে রাহুলের পারফরম্য়ান্স কেমন হবে, তার চেয়েও সকলে কৌতূহলী ব্যাট হাতে তিনি কী করবেন তা নিয়ে। ব্যাট হাতে বড় স্কোর জাতীয় দলের প্রথম একাদশের দরজা খুলে দিতে পারে কর্নাটকের তারকার জন্যও।