Ind vs Eng 2021: টেস্টে ছক্কা মেরে সেঞ্চুরি, একে সচিন, দুইয়ে রোহিত

ছক্কা মেরে সেঞ্চুরি করায় ভারতীয়দের মধ্যে দু'নম্বরে উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।

Continues below advertisement

ওভাল: মঈন আলিকে বিশাল ছক্কা মেরে শনিবার সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। টেস্টে তাঁর অষ্টম সেঞ্চুরি। বিদেশের মাটিতে প্রথম। আর ছক্কা মেরে সেঞ্চুরি করায় ভারতীয়দের মধ্যে দু'নম্বরে উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঠিক পরেই।

Continues below advertisement

শনিবার ওভাল টেস্টের তৃতীয় দিনে রোহিত শর্মা একের পর এক নজির গড়ে ফেলেছেন। এ দিন দ্বিতীয় দ্রুততম ওপেনার হিসেবে ১১ হাজার রান পূরণ করেছেন তিনি। আবার বিদেশের মাটিতে টেস্টে প্রথম বার শতরানও করে ফেললেন হিটম্যান। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।

শনিবারেরটা ধরে মোট তিনবার ছক্কা মেরে সেঞ্চুরি করলেন রোহিত। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে শতরান করেছেন সচিন তেন্ডুলকর। তিনি টেস্টে মোট ছ'বার ছক্কা মেরে শতরান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। গৌতম গম্ভীর ও ঋষভ পন্ত দুবার করে ছক্কা মেরে টেস্টে শতরান করেছেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। কে এল রাহুল বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তবে রোহিত একই ছন্দে ব্যাট করে যান। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।

প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা চেনা ছন্দে ফিরেছেন। রোহিত শর্মা এবং কে এল রাহুল প্রথম উইকেটে ৮৩ রান যোগ করেন। রাহুল আউট হয়ে যাওয়ার পর চেতেশ্বর পূজারাকে নিয়ে লড়াই চালান রোহিত। সেই সঙ্গে বিদেশের মাটিতে টেস্টে শতরান না পাওয়ার আফসোসটাও মিটিয়ে নেন রোহিত। প্রথম ইনিংসে রোহিত মাত্র ১১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করে আউট হলেন।

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির গণ্ডি টপকানো মাত্রই ইংল্যান্ডের মাটিতে সফরকারী দলের ওপেনার হিসেবে অনবদ্য এক নজির গড়েন রোহিত শর্মা। বিদেশি ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাঠে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকান তিনি। যে রেকর্ড এতদিন ছিল এককভাবে ডেভিড ওয়ার্নারের ঝুলিতে। সেই রেকর্ড ছুঁলেন রোহিত।

Continues below advertisement
Sponsored Links by Taboola