নয়াদিল্লি: আগামী বছরের গোড়ায় ভারত সফরে আসছে ইংল্যান্ড। চারটি টেস্ট, পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে দু’দল। আজ এই সিরিজের সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথমে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। এরপর টি-২০ সিরিজ শুরু ১২ মার্চ থেকে এবং শেষে একদিনের সিরিজ শুরু ২৩ মার্চ থেকে। প্রথম দু’টি টেস্ট হবে চেন্নাইয়ে। পরের দু’টি টেস্ট এবং পাঁচটি টি-২০ হবে আমদাবাদে। তিনটি একদিনের ম্যাচ হবে পুণেতে। ইডেন বা ওয়াংখেড়ের মতো জনপ্রিয় স্টেডিয়ামগুলিতে কোনও ম্যাচ হবে না। করোনা সংক্রমণ রোখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
প্রথম টেস্ট চলার কথা ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্ট ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তৃতীয় টেস্ট দিন-রাতের। এই ম্যাচ চলার কথা ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চতুর্থ টেস্ট ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত। প্রথম টি-২০ ম্যাচ ১২ মার্চ। পরের ম্যাচগুলি ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। প্রথম একদিনের ম্যাচ ২৩ মার্চ। পরের দু’টি ম্যাচ ২৬ ও ২৮ মার্চ।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘ভারতে দ্বিতীয় গোলাপি বলের টেস্ট ম্যাচ হতে চলেছে নবনির্মিত সর্দার পটেল মোতেরা স্টেডিয়ামে। চেন্নাইয়ে প্রথম দু’টি টেস্ট ম্যাচ হবে। আমদাবাদে বাকি দু’টি টেস্ট হবে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা। নতুন করে তৈরি হওয়া এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। এখানে দু’টি টেস্ট ম্যাচ হওয়ার পর পাঁচটি টি-২০ ম্যাচও হবে।’
বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বর্তমানে দেশে করোনা অতিমারীর কথা মাথায় রেখে এই সিরিজ তিনটি কেন্দ্রেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’দলই দর্শকদের উত্তেজক সিরিজ উপহার দিতে চায়।’
এ বিষয়ে ইসিবি সিইও টম হ্যারিসন বলেছেন, ‘বিসিসিআই যে পরিকল্পনা করেছে, তাতে আমরা খুব খুশি। তিনটি কেন্দ্র চেন্নাই, আমদাবাদ ও পুণে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ হিসেবেই তৈরি থাকবে। ইংল্যান্ডই প্রথম দল হিসেবে আমদাবাদের সর্দার পটেল স্টেডিয়ামে খেলবে। এই বিষয়টি এই সফরে বাড়তি মাত্রা যোগ করেছে।’
বিসিসিআই সূত্রে খবর, রোটেশনার পলিসির অঙ্গ হিসেবেই এই সূচি তৈরি করা হয়েছে। পুণে ও চেন্নাইয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সেই কারণেই এই দুই কেন্দ্রে এবার ম্যাচ দেওয়া হল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
India vs England: ভারতের মাটিতে দ্বিতীয় দিন-রাতের টেস্ট আমদাবাদে, ইংল্যান্ডের সঙ্গে সিরিজের সূচি ঘোষণা বিসিসিআই-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2020 12:03 AM (IST)
England’s tour of India: খেলা হবে চেন্নাই, আমদাবাদ ও পুণেতে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -