ওভাল: কিংবদন্তি সুনীল গাওস্করকে (Sunil Gavaskar) ছাপিয়ে অনবদ্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। পেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনকেও।
ওপেনার হিসেবে দ্বিতীয় দ্রুততম ১১ হাজার রান করে নতুন নজির গড়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিত মোট ২৪৬টি ইনিংস খেলে ১১ হাজার রান পূরণ করেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করলেন তিনি।
তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ওপেনার হিসেবে মাস্টার ব্লাস্টার ২৪১ ইনিংসে ১১ হাজার রান সম্পূর্ণ করেছিলেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ম্যাথু হেডেন। ১১ হাজার রান পূরণ করতে তাঁর লেগেছিল ২৫১টি ইনিংস। চারে থাকা গাওস্কর ২৫৮টি ইনিংসে ১১ হাজার রান পূরণ করেছিলেন।
গর্ডন গ্রিনিজ ১১ হাজার রান পূরণ করতে ২৬১টি ইনিংস নিয়েছিলেন। গ্রেম স্মিথের লেগেছিল ২৬২ ইনিংস। তালিকায় এর পরে রয়েছেন যথাক্রমে গ্রাহাম গুচ (২৬৩ ইনিংস), ডেভিড ওয়ার্নার (২৬৭ ইনিংস), সঈদ আনোয়ার (২৭১ ইনিংস), অ্যালেস্টেয়ারর কুক (২৭৩ ইনিংস), বীরেন্দ্র সহবাগ (২৭৮ ইনিংস), তিলকরত্নে দিলশান (২৮৬ ইনিংস), গ্যারি কার্স্টেন (২৮৬ ইনিংস) ও ক্রিস গেল (২৮৯ ইনিংস)। বিশ্বের যত ওপেনার ১১ হাজার রান পূরণ করেছেন, তাঁদের মধ্যে রোহিত শর্মার গড় সবচেয়ে বেশি। তাঁর ব্যাটিং গড় ৪৯.৩১।
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার (Rohit Sharma)। এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করলেন হিটম্যান। তাও মঈন আলির বলে ছক্কা হাঁকিয়ে। মইন আলিকে ছক্কা হাঁকিয়ে শতরান করার ভিডিও এই মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। কে এল রাহুল বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তবে রোহিত একই ছন্দে ব্যাট করে যান। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।
প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা চেনা ছন্দে ফিরেছেন। রোহিত শর্মা এবং কে এল রাহুল প্রথম উইকেটে ৮৩ রান যোগ করেন। রাহুল আউট হয়ে যাওয়ার পর চেতেশ্বর পূজারাকে নিয়ে লড়াই চালান রোহিত। সেই সঙ্গে বিদেশের মাটিতে টেস্টে শতরান না পাওয়ার আফসোসটাও মিটিয়ে নেন রোহিত। প্রথম ইনিংসে রোহিত মাত্র ১১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করে আউট হলেন।