ওভাল: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।


এখনও পর্যন্ত বিরাট ৯৫টি টেস্ট-সহ ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বিরাট টেস্টে এখনও পর্যন্ত ৭৭১৫ রান করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০২ রান করে ফেলেছেন। যা নতুন এক নজির। এ দিন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসাবে আরও এক নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দেশেই এক হাজার রান করার নজির গড়লেন তিনি।


রবিবার ওভালে ১১১ তম ওভারে মইন আলির শেষ বলে বিরাট আউট হয়ে যান। বিরাটের ব্যাটের খোঁচা চলে যায় স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভার্টনের হাতে। ৯৬ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে।


এদিকে, রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। সাবধানতা হিসেবে তাঁকে আইসোলেশেনে রাখা হয়েছে।


বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গতকাল সন্ধেবেলা রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্ট রিপোর্ট ফের পজিটিভ আসার পর বিসিসিআই মেডিক্যাল টিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নীতীন পটেলকে আইসোলেশনে রেখেছে।’


বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ভারতীয় দলের সাপোর্ট স্টাফের চারজন সদস্যের আরটি-পিসিআর টেস্ট হয়। মেডিক্যাল টিম অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁরা দলের সঙ্গে কোথাও যাবেন না, টিম হোটেলেই থাকবেন।’


বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল  ফ্লো টেস্ট হয়েছে। একটি পরীক্ষা হয় গতকাল রাতে এবং অপর পরীক্ষাটি হয় আজ সকালে। সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের ওভাল টেস্টের চতুর্থ দিন মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’