এজবাস্টন: প্রথম ইনিংসে ৪১৬ রান বোর্ডে তুলে ১৩২ রানের লিড। এরপরও ম্যাচ হার। সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মিস। কিন্তু কেন? কোথায় গাফিলতি। ম্যাচ শেষে স্ট্যান্ড ইন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) স্বীকার করে নিলেন যে দ্বিতীয় ইনিংসে ভারতের খারাপ ব্যাটিংই হারের অন্যতম কারণ। একমাত্র পন্থ, পূজারা, জাডেজা (Jadeja) ছাড়াও এই টেস্টে কোনও ভারতীয় ব্যাটারই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার খেসারত দিতে হয়েছে দলকেও। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে এই টেস্টে বেয়ারস্টো জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্য়দিকে জো রুটও দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরান হাঁকিয়েছেন। 


কী বলছেন বুমরা?


ম্যাচের পর ভারতীয় দলের এই ম্যাচের অধিনায়ক বুমরা বলছেন, ''এটাই হয়ত টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য। প্রথম তিনদিন আমাদের পক্ষে ছিল। গতকাল আমাদের খারাপ পারফরম্যান্সের পর প্রতিপক্ষ কীভাবে আমাদের থেকে ম্যাচটা বের করে নিল তা সবাই দেখলাম। গতকাল আমরা ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যর্থ হয়েছি। আরও রান বোর্ডে তোলা উচিত ছিল। আমাদের ব্যাটাররা তা পারেননি। ফলে ইংল্যান্ডের কাজটাও সহজ হয়ে যায়।''


বুমরা আরও বলেন, ''এই হারের পর অনেক কিছু নিয়েই প্রশ্ন উঠবে। অনেক যদি-কিন্তু হবে। তবে প্রথম ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে না যেত, তাহলে হয়ত আমরা সিরিজও জিততে পারতাম। কিন্তু যাই হোক ইংল্যান্ড এই ম্যাচে নিঃসন্দেহে ভাল খেলেছে। ২ দলের মধ্যেই একটা দুর্দান্ত ক্রিকেট দেখতে পাওয়া গিয়েছে।''


উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ ও ১০৪ রান করেছিলেন রবীন্দ্র জাডেজা। এই দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করেই শেষ পর্যন্ত ৪১৬ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে এগিয়ে থেকে মাঠে নেমে ২৪৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। পূজারা ও পন্থ অর্ধশতরান করলেও কেউই তিন অঙ্কের স্কোর করতে পারেননি। তবে ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত রুট, বেয়ারস্টোর ব্যাটে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। 


আরও পড়ুন: কামব্য়াক করেছিলেন গত বছর, ফের জাতীয় দলের থেকে হারিয়ে যেতে বসেছেন অশ্বিন