মুম্বই: আইপিএলে ধারাবাহিকভাবে খেলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে প্রত্য়াবর্তন করেছিলেন। কিন্তু এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে হয়ত দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের স্পিন বিভাগে সবার আগে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। এবার শুধু দ্বিতীয় স্পিনার হিসেবে কে সুযোগ পাবেন দলে, তা নিয়েই লড়াই। কিন্তু অশ্বিনের বদলে জাডেজার সুযোগ সবার আগে। কারণ জাডেজার ব্যাটিংয়ের হাতও রয়েছে। 


বোর্ডের সূত্রে কী জানানো হয়েছে?


নাম প্রকাশে অনিচ্ছুক এক বাের্ড কর্তা জানিয়েছেন, ''এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে দ্বিতীয় স্পিনার হিসেবে সুযোগ পাওয়ার লড়াইয়ে অনেকজন রয়েছে। কিন্তু আমরা একজন অলরাউন্ডার চাইছি স্কোয়াডে। এই পরিস্থিতিতে জাডেজা, হুডা অনেকেই রয়েছে যাঁরা অশ্বিনের আগে রয়েছে। তাই এই মুহূর্তে অশ্বিনকে সাদা বলের ফর্ম্য়াটের জন্য ভাবা হচ্ছে না।'' তিনি আরও বলেন, ''অশ্বিন আমাদের টেস্ট স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিশেষ করে উপমহাদেশের উইকেটে। এটা পুরােটাই টিম ম্যানেজমেন্টের ওপর যে কীভাবে ওঁকে ব্যবহার করবে। কিন্তু জাডেজা যেভাবে এজবাস্টনে সেঞ্চুরি হাঁকিয়েছে, ওঁকে কখনওই উপেক্ষা করা যাবে না সীমিত ওভারে ফর্ম্যাট।''


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫১ ম্যাচ খেলেছেন। ঝুলিতে রয়েছে ৬১ উইকেট। ইকনমি ৬.৭৯। টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। একটা সময়ে তিনিই ছিলেন এই ফর্ম্য়াটে সর্বাধিক উইকেট শিকার। কিন্তু এবার তাঁকেও টপকে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার তাঁকে টপকে গিয়েছেন। উল্লেখ্য, এজবাস্টন টেস্টে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি অশ্বিন। 


গত কয়েক বছরে ভারতীয় দলে উঠে এসেছেন রবি বিষ্ণোইয়ের মতো স্পিনারও। রয়েছেন কুলদীপ যাদবও। আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেলেও চোটের জন্য খেলতে পারেননি। কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন কুলদীপ। ফলে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার লড়াই বাড়বে বলাই যায়। 


আরও পড়ুন: করোনা থেকে মুক্তির পর প্রথমবার নেটে অনুশীলন রোহিতের