বার্মিংহ্যাম: টেস্ট ম্যাচের রোমাঞ্চ লুকিয়ে এই জায়গাতেই। যখন মুহূর্তের মধ্যে ম্যাচের রং পাল্টে যাবে। ঠিক যেরকম হচ্ছে এজবাস্টনে। ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে। যে ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ভাগ্য।
শুক্রবার একটা সময় ভারতের প্রথম ইনিংসের স্কোর ছিল ৯৮/৫। সেখান থেকে ঋষভ পন্থের দুরন্ত সেঞ্চুরি ম্যাচে ফেরায় ভারতকে। যোগ্য সঙ্গত দেন রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja)। শনিবার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন জাডেজাও। টেস্ট ক্রিকেটে তাঁর তৃতীয় সেঞ্চুরি। শেষ দিকে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে রেকর্ড গড়ে এক ওভারে ২৯ রান তুলে ঝোড়ো ৩১ রান করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যিনি এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪১৬ রানে।
জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে বেকায়দায় ইংল্যান্ড। ভারতীয় পেসারদের দাপটে ফিরে গিয়েছেন ইংল্যান্ডের ৫ ব্যাটার। দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ৮৪/৫। জনি বেয়ারস্টো ১২ রানে ও অধিনায়র বেন স্টোকস কোনও রান না করে ক্রিজে রয়েছেন।
ভারতীয় পেসাররা শুরু থেকেই ছন্দে। শনিবার সারাদিনে মাত্র ৩৮.৫ ওভার খেলা হয়। যার মধ্যে ইংল্যান্ড ইনিংস মাত্র ২৭ ওভার গড়িয়েছে। তার মধ্যেই ফিরে গিয়েছেন অ্যালেক্স লিস (৬), জ্যাক ক্রলি (৯), ওলি পোপ (১০), জো রুট (৩১) ও জ্যাক লিচ (০)। তিন উইকেট তুলে নিয়েছেন বুমরা। একটি করে উইকেট মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের।
আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"