ধর্মশালা: বাজ়বল (Bazball)। এই একটা শব্দ নিয়ে হইচই চলছে গোটা বিশ্বে। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের মন্ত্র অবশ্য ভারতের (IND vs ENG) মাটিতে মুখ থুবড়ে পড়েছে। এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। ধর্মশালায় শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
আর ধর্মশালায় পঞ্চম টেস্টে মাঠে নামার আগে রোহিত শর্মার (Rohit Sharma) দিকে ধেয়ে এল বাজ়বল নিয়ে প্রশ্ন। মাঠের বাইরে ওড়ালেন হিটম্যান। জানিয়ে দিলেন, বাজ়বল কী, তাঁর জানা নেই।
বুধবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, 'আমি সত্যিই জানি না বাজ়বল কী। মাঠে নেমেই বল ওড়াও, নাকি গিয়ে রক্ষণাত্মক খেলো ও আলগা বলের জন্য অপেক্ষা করো। আমি কাউকে বেপরোয়া ব্যাট ঘোরাতে দেখিনি। তাই জানি না এই শব্দের কী অর্থ।'
রোহিত যোগ করেন, 'তবে হ্যাঁ, ওরা আগেরবার এখানে যা খেলেছিল, তার চেয়ে ভাল ক্রিকেট এবার খেলেছে। এবং ওদের যে ব্যাটাররা বড় সেঞ্চুরি করেছিল তাদের কৃতিত্ব দিতে হবে। ওরা সাফল্যের জন্য ওদের পদ্ধতি প্রয়োগ করেছে। সেটা পেয়েছে। এছাড়া আমি জানি না এই শব্দটার (পড়ুন বাজ়বলের) কী মানে।'
ইংরেজ ওপেনার বেন ডাকেট ভারতীয় শিবিরকে খোঁচা দিয়েছেন। জানিয়েছেন, যশস্বী জয়সওয়াল যে আগ্রাসী ব্যাটিং করছেন তার জন্য কৃতিত্ব প্রাপ্য ইংল্য়ান্ডের। ডাকেটের দাবি, ইংল্যান্ডকে দেখেই আগ্রাসী ব্যাটিং করছেন জয়সওয়াল। যা শুনে হাসছেন রোহিত। বলেছেন, 'আমাদের দলে একটা ছেলে ছিল যার নাম ঋষভ পন্থ। বেন ডাকেট সম্ভবত ওর খেলা দেখেনি।'
ধর্মশালায় কোন একাদশ খেলাবে ভারত? ধোঁয়াশা বজায় রেখেছেন রোহিত। জানিয়েছেন, ধর্মশালায় পরিবেশ ও পরিস্থিতি জোরে বোলিংকে সাহায্য করবে। যেন বাড়তি একজন পেসার খেলানোর ইঙ্গিত রোহিতের কথায়। বলেছেন, 'আবহাওয়া এরকম থাকলে তৃতীয় পেসার হিসাবে কাউকে খেলানোর সম্ভাবনা রয়েছে। আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।' রোহিত যোগ করেছেন, 'আমরা শেষবার এখানে টেস্ট ম্যাচ খেলেছিলাম ২০১৭ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টে পেসার ও স্পিনার, উভয়ই সাহায্য পেয়েছিল। তবে এবার কী হবে নিশ্চিত নই। এখানে আবহাওয়া সম্পূর্ণ আলাদা। আমি খুব একটা ওয়াকিবহাল নই।'
আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে