এজবাস্টন: চতুর্থ দিনের খেলা শুরুর আগেও এই ম্যাচের দেওয়াল লিখন লেখা ছিল যে ভারতই ফেভারিট। তাঁরাই ম্যাচ জিতে সিরিজও জিততে চলেছে। কিন্তু গত ২ দিনে এভাবে ম্যাচের রং বদলে যাবে তা কে ভেবেছিল। প্রথমে চতুর্থ দিনে চূড়ান্ত খারাপ ব্যাটিং পারফরম্যান্স ও পরে বল হাতেও নির্বিষ বোলিং ভারতীয় বোলারদের। যার সুযোগের সদ্বব্যবহার করে ম্যাচ জিতে সিরিজও ড্র করে ফেললে ইংল্যান্ড। ম্যাচের পর অনেকেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের দল নির্বাচন থেকে শুরু করে গেমপ্ল্যান সব নিয়েই প্রশ্ন করছেন। কিন্তু কী বললেন রাহুল নিজে?


ম্যাচে হারের পর কোচ রাহুলের সাফাই


ভারতীয় দলের কোচ হিসেবে বিদেশের মাটিতে টানা তিন টেস্টেই হারল ভারতীয় দল। বার্মিংহ্য়ামে হারের পর রাহুল বলছেন, ''আমরা প্রথম তিনদিন দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম। কিন্তু গতকাল প্রথমে ব্যাটিং আমাদের ডুবিয়েছে ও পরে বোলাররাও সঠিক লাইন লেংথে বল করতে পারেননি। সেই মানসিকতার অভাব ছিল। তবে রুট ও বেয়ারস্টোর ইনিংস দুটো অসাধারণ। দু-তিনটি সুযোগ আমরা পেয়েছিলাম, কিন্ত তা কাজে লাগাতে পারিনি আমরা। তবে আমাদের প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করতেই হবে।''


দ্রাবিড় আরও বলেন, ''এই হার আমাদের অবশ্যই কষ্ট দেবে। বিশেষ করে গত কয়েক বছরে আমাদের যেমন পারফরম্য়ান্স বেশ ভাল ছিল। বিশেষ করে টেস্টে ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে আমাদের বোলাররাও দারুণ পারফর্ম করেছিল। কিন্তু গত কয়েক মাসে সেই বিষয়টা আমাদের ভাবাচ্ছে। তা নিয়ে পর্যালোচনা করতে হবে। ফিটনেস, মানসিকতা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে।''


রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পর বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট ছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানে ২ টো টেস্ট হেরে সিরিজও খুইয়ে আসে ভারত। অথচ আফ্রিকায় ফেভারিট হয়েই পা রেখেছিল টিম ইন্ডিয়া। এরপর ইংল্য়ান্ডের মাটিতেও কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই হারলেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'।


আরও পড়ুন: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের