চেন্নাই: আজ থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মৌতাত নিয়েই এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পরেই দেশে ফিরে এলেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজের জন্যই থাকছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চোট সারিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা। ফলে নিঃসন্দেহে ভারতীয় দলের শক্তি বেড়েছে। বিশেষ করে ইশান্ত ও অশ্বিন দলে ফেরায় বোলিং বিভাগ অনেক বেশি শক্তিশালী হয়েছে কোহলিদের।
বিরাট কোহলি-জো রুটদের দ্বৈরথ শুরুর আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য।
কোথায় ম্যাচ: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম।
কবে খেলা: ৫-৯ ফেব্রুয়ারি হবে প্রথম টেস্ট ম্যাচ।
খেলা শুরু কখন: সকাল ৯.৩০ থেকে ম্যাচ শুরু। টস হবে সকাল ৯টায়।
টিভিতে খেলা দেখবেন কোথায়: ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি ১ চ্যানেলে দেখা যাবে খেলা।
মোবাইল থেকে দেখবেন কীভাবে: হটস্টারে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।
ভারতীয় দল যেমন অস্ট্রেলিয়া থেকে ২-১ ফলে টেস্ট সিরিজ জিতে এসেছে, ইংল্যান্ড তেমনই শ্রীলঙ্কার মাটি থেকে ২-০ ফলে সিরিজ জিতে ভারতের মাটিতে পা রেখেছে। দু’দলই দারুণ ফর্মে আছে। ফলে টেস্ট সিরিজে উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, সেটা এই সিরিজের ফলের উপর নির্ভর করছে। ভারতীয় দল এখন এক নম্বরে থাকলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে এই সিরিজ ২-০ বা ৩-১ ব্যবধানে জিততেই হবে। অন্যদিকে, চার নম্বরে থাকলেও, ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার ক্ষীণ আশা আছে। সেক্ষেত্রে তাদের ৪-০, ৩-০ বা ৩-১ ব্যবধানে জিততে হবে।
IND vs ENG 1st Test Live Streaming: আজ কোথায় কখন দেখবেন ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ, জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2021 08:51 AM (IST)
বিরাট কোহলি-জো রুটদের দ্বৈরথ শুরুর আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য।
বিরাট-রুট দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ছবি সৌজন্য: আইসিসি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -