অ্যাডিলেড: আরও একবার স্বপ্নভঙ্গ। ফের আরও একটা সেমিফাইনাল। ২০১৯ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) মঞ্চ। সেবার ছিল নিউজিল্য়ান্ড এবার ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিতেই দৌড় শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার (Team India)। ইংল্যান্ড ১০ উইকেটে ভারতকে হারিয়ে পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আর ম্যাচ হারের পর থেকেই ট্যুইটারের ট্রেন্ডিং হতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে। কিন্তু কেন?
ট্রেন্ডিংয়ে কেন ধোনি?
২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল। সেই একবারই। তারপর থেকে আর কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি ভারত। এমনকী ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসির কোনও টুর্নামেন্টে খেতাব জিততে পারেনি ভারতীয় দল। আজকের পর অপেক্ষা আরও বাড়ল। যন্ত্রণা আরও বাড়ল। যা সােশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। আর এই দিনে মহেন্দ্র সিংহ ধোনির কথা মনে পড়ছে সবার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৪ ওভার বাকি থাকতে ভারতকে একপেশেভাবে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। যে পরাজয়ের পর মানসিকভাবে বিধ্বস্ত রোহিত। ম্যাচ শেষ হতেই ড্রেসিংরুমের বাইরের বারান্দায় তাঁকে দীর্ঘক্ষণ মাথা নীচু করে বসে থাকতে দেখা গিয়েছে। টিভি ক্যামেরায় বারবার ধরা পড়েছে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, পাঁচবার আইপিএল জেতা আর আইসিসি ট্রফি জেতা এক নয়। পার্থক্যটা বোঝা উচিত রোহিতের। সোশ্যাল মিডিয়ায় এমনও দাবি উঠেছে যে, রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কড়া কিছু প্রশ্নের জবাব দিতে হল রোহিতকে। আর আত্মসমীক্ষায় বসে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত। বললেন, 'আমার মনে হয় শেষ দিকে তবু ভাল ব্যাটিং হয়েছে আর আমরা ওই স্কোর বোর্ডে তুলতে পেরেছিলাম। কিন্তু বল হাতে একেবারেই ভাল করতে পারিনি। অবশ্যই এটা সেরকম উইকেট ছিল না যেখানে একটা দল ওই লক্ষ্য ১৬-১৭ ওভারে তুলে দেবে। তবে হ্যাঁ, এরকম হয়। যেমন বললাম, বল হাতে আমরা কিছুই করতে পারিনি।'