বার্মিংহ্যাম: ছেলের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। ভারতের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে ভারতের ব্লেজার পরে বেন স্টোকসের সঙ্গে টস করতে যাবেন আমদাবাদের ডানহাতি পেসার। যে খবর পেয়ে উচ্ছ্বসিত বুমরার মা দলজিৎ (Daljit)। বুমরার ক্রিকেটকে আঁকড়ে ধরার নেপথ্যে যাঁর অবদান হয়তো সবচেয়ে বেশি।


করোনামুক্ত না হওয়ায় এজবাস্টনে খেলতে পারবেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়াকে (Team India) নেতৃত্ব দেবেন বুমরা। কপিল দেবের পর এই প্রথম কোনও পেসার জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দেবেন। যা নিয়ে আপ্লুত দলজিৎ। বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan), যিনি কর্মসূত্রে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র সঙ্গেও যুক্ত, বলেছেন, 'মা ভীষণ উত্তেজিত। উনি সব সময়ই চান বুমরা মাঠে সফল হোক। ক্রিকেটকে দারুণ ভালবাসেন। বুমরার পুরো ক্রিকেট সফরটা দেখেছেন। আজ যে জায়গায় রয়েছে বুমরা, সেটা ভীষণ ভালবাসেন মা। তাই বুমরার টেস্ট দলের অধিনায়ক হওয়ার খবর পেয়ে আহ্লাদিত মা।'


 



সঞ্জনা যোগ করেছেন, 'বুমরার জন্য মায়ের কয়েকশো পরামর্শ রয়েছে। উনি নিজে কোনওদিনও ক্রিকেট না খেলা সত্ত্বেও। যে কোনও মায়ের মতোই উনি বলে দিয়েছেন, কীভাবে চিন্তাভাবনা করা উচিত বা কীভাবে এগনো উচিত। মা ভীষণ গর্বিত।'


বুমরাকে অধিনায়ক ঘোষণা করার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়। সঞ্জনা বলেছেন, 'একবারেই খবরটা পেয়ে যায়নি ও (বুমরা)। কারণ রোহিত শর্মার করোনা পরীক্ষার ফল কী আসে তা নিয়ে অপেক্ষা করা হচ্ছিল। তার ওপরই নির্ভর করেছিল যশপ্রীত দলকে নেতৃত্ব দেবে কি না সেই ব্যাপারটা। তাই আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। কারণ সকাল-সন্ধে দুবেলা করে রোহিতের করোনা পরীক্ষা করা হয়েছে। কারণ দল থেকে সুস্থ হয়ে মাঠে নামার জন্য রোহিতকে সবরকম সুযোগ দিতে চেয়েছিল।'


আরও পড়ুন: শার্দুলকে কী নামে ডাকেন সতীর্থরা? জানালেন পেসার নিজেই