মুম্বই: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সেই মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবসেনা (Shiv Sena) নেতা একনাথ শিণ্ডে (Eknath Shinde)। রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। শপথগ্রহণের অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়ণবীসও (Devendra Fadnavis)। সরকারের থাকবেন না বলে প্রথমে ঘোষণা করলেও, শিণ্ডে সরকারের উপ মুখ্যমন্ত্রী হলেন তিনি। শিণ্ডের শপথগ্রহণের পর শপথবাক্য পাঠ করেন তিনিও। শপথগ্রহণের পর স্বাক্ষর করে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন শিণ্ডে এবং ফড়ণবীস।


মহারাষ্ট্রে শপথ নিলেন শিণ্ডে এবং ফড়ণবীস



বৃহস্পতিবার সন্ধেয় একা শিণ্ডেই শপথ নেবেন বলে প্রথমে ঠিক ছিল। ফড়ণবীস নিজেই সে কথা জানান বিকেলে। কিন্তু বিজেপি-তে (BJP) তাঁকে নিয়ে টানাপোড়েন শুরু হয় তার পর। জানা যায়, মুখ্যমন্ত্রী না হতে পেরে অসন্তুষ্ট ফড়ণবীস। তাতেই শিণ্ডে সরকারে শামিল হতে চাইছেন না। এমন পরিস্থিতিতে তাঁর মানভঞ্জনের চেষ্টা শুরু হয় গেরুয়া শিবিরে। প্রথমে জেপি নাড্ডা ফড়ণবীসকে উপ মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন। তাতেও রাজি না হলে, এগিয়ে আসেন অমিত শাহ। তাতেই মন গলে ফড়ণবীসের। 


আরও পড়ুন: Devendra Fadnavis Deputy CM: মুখ্যমন্ত্রী পদ না পেয়ে গোঁসা ফড়ণবীসের! শাহের অনুরোধে শেষমেশ শিণ্ডের ডেপুটি হতে রাজি


প্রায় চার দশক ধরে শিবসেনার সঙ্গে যুক্ত থাকলেও, সম্প্রতি উদ্ধব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন শিণ্ডে। চিরকালের জোটসঙ্গী বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপি, কংগ্রেসের হাত ধরার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি। কোনও রকম বোঝাপড়ায় না গিয়ে, উদ্ধবকে এনসিপি-কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপি-র হাত ধরতে হবে বলে দাবি জানান। তাতে উদ্ধব রাজি না হওয়ায় শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বিজেপি শাসিত অসমে গিয়ে ঘাঁটি গাড়েন। তার আগে থেকেই বিজেপি-র সঙ্গে আড়ালে তাঁর সমঝোতা প্রক্রিয়া শুরু হয়েছিল বলে খবর। শেষমেশ উদ্ধব হনন, নিজেকেই শিবসেনার প্রধান ঘোষণা করেন শিণ্ডে। তার পর বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। বৃহস্পতিবার রাজভবনে গিয়ে সরকার গঠনের প্রস্তাব জমা দন শিণ্ডে এবং ফড়ণবীস।


অমিত শাহের অনুরোধে ডেপুটি হতে রাজি ফড়ণবীস


বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের সঙ্গে বোঝাপড়ায় গোড়া থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ফড়ণবীস। গভীর রাতে গুজরাতে শিণ্ডের সঙ্গে শাহের বৈঠকও করান। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তাঁকেই দেখা যাবে বলে ধারণা বৈধতা পেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার শিণ্ডেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে তাতে জল ঢেলে দেন ফড়ণবীস। জানিয়ে দেন, শিণ্ডে সরকারে কোনও দায়িত্বেও থাকবেন না তিনি। কিন্তু তশপথগ্রহণের সময় যত এগিয়ে আসতে থাকে, ততই নাটক ঘোরাল হতে থাকে। জানা যায়, তৃতীয় বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন ফড়ণবীস। কিন্তু বিজেপি নেতৃত্ব শিণ্ডেকে মুখ্যমন্ত্রী কারর সিদ্ধান্তে অনড় ছিলেন। তাই শিণ্ডে সরকারেও থাকতে চাননি ফড়ণবীস।