লন্ডন: কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ। গত ৮ জুলাই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। এরপরই তাঁকে আইসোলেশনে চলে যেতে হয়েছিল। এই গোটা সময়টাই ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে ছিলেন পন্থ। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানকার নিয়মকানুন অনুযায়ী ১০ দিনের আইসোলেশন পিরিয়ড কাটাতে হয়েছে পন্থকে। এরপরই দলের সঙ্গে যোগ দিতে পারলেন তিনি। এদিকে পন্থ জাতীয় দলে যোগ দেওয়ায় স্বস্থি ফিরল টিম ইন্ডিয়া শিবিরে।
বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় উইকেটকিপার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ২০ দিনের বিশ্রামে ছিল ভারতীয় দল। এরপরই তাঁরা রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এরমধ্যেই ইউরো কাপের ম্যাচ দেখতে ওয়েম্বলিতে গিয়েছিলেন পন্থ। সেখানে মাস্ক ছাড়া তাঁর ছবি ভাইরাল হয়েছিল। এরপরই করোনা আক্রান্ত হন দিল্লির এই তরুণ। কিন্তু এবার পুরো সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন তিনি। বিসিসিআইয়ের ট্যুইটারে পন্থের ছবির সঙ্গে একটি ক্যাপশন লেখা হয়েছে, ‘ঋষভ পন্থ, তোমাকে ভারতীয় স্কোয়াডে ফিরে পেয়ে দারুণ লাগছে।’
২০ দিনের যে বিরতি ছিল ভারতীয় দলের, সেই সময় দলের বাকিদের সঙ্গে টিম হোটেলে থাকতে পারেননি পন্থ। করোনা পজিটিভ রিপোর্ট আসার আগে করোনার উপসর্গ দেখা গিয়েছিল পন্থের শরীরে। এরপরই বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘পন্থের দুটো আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এলেই ডারহামে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবে সে।’
ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ, সিনিয়র উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও বাংলার অভিমন্যু ঈশ্বরণও রয়েছেন বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে । কারণ তাঁরা প্রত্যেকেই দলের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানির সংস্পর্শে এসেছিলেন। যিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন পন্থের আক্রান্ত হওয়ার পরই। এরপরই থেকে সবাই রয়েছেন আইসোলেশনে। উল্লেখ্য, টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতি ম্য়াচ খেলতে ব্যস্ত এই মুহূর্তে টিম ইন্ডিয়া।