IND Vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ৬৬ রানে জিতেছে ভারত। কিন্তু জয়ের পরেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় শ্রেয়স আয়ার ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন। রিপোর্ট অনুসারে দাবি করা হচ্ছে যে, শ্রেয়সের কাঁধে ফ্র্যাকচার হয়েছে এবং তাঁকে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এতেই শেষ নয়, রোহিত শর্মাও ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন।
ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে চোট পান শ্রেয়স। এরপর তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়।বিসিসিআই জানিয়েছে যে, জনি বেয়ারস্টোর শটে বাউন্ডারি রুখতে গিয়ে তাঁর বাঁ কাঁধে চোট লাগে। বাউন্ডারি হতে দেননি শ্রেয়স, কিন্তু পরে কাঁধে যন্ত্রণা অনুভব করায় তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়।
বিসিসিআই জানিয়েছে, আগামী দুটি ম্যাচ খেলবেন না শ্রেয়স। কিন্তু যা জানা যাচ্ছে, তাতে আশঙ্কা, আসন্ন আইপিএলে প্রথম দিকের কয়েকটি ম্যাচেও তাঁর খেলা নাও হতে পারে। যদিও, স্ক্যান রিপোর্ট আসার পরই এ ব্যাপারে স্পষ্ট কিছু জানা যাবে।
বিসিসিআই জানিয়েছে, ওপেনার রোহিত শর্মা ফিল্ডিং করতে নামেননি। ব্যাটিং করার সময় মার্ক উডের বলে চোট পান রোহিত। এই চোটের পর ব্যথা অনুভব করেন তিনি। পরের ম্যাচে রোহিত খেলবেন কিনা, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬৬ রানে হারিয়েছে ভারত। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩১৭ রান করে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৪২.১ ওভারে ২৫১ রানে সবাই আউট হয়ে যায়। এই জয়ের সঙ্গে সঙ্গে ভারত সিরিজে ১-০ এগিয়ে গেল। ভারতের জয়ের অন্যতম নায়ক প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি অভিষেক ম্যাচেই ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়াও শার্দুল ঠাকুর ৩৭ রানে ৩ ও ভুবনেশ্বর কুমার ৩০ রানে ২ উইকেট নিয়েছেন।