হায়দরাবাদ: ধুন্ধুমার বেধে গিয়েছিল একটি ঘটনায়। ভারতে আসার ভিসা না পাওয়ায় দেশে ফিরে যেতে হয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরকে (Shoaib Bashir)। ইংরেজ স্পিনারের প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও বিতর্কে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দিকে তোপ দেগেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ। বলেছিলেন, নিয়ম না জেনে শোরগোল করা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের স্বভাব। ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল ইংল্যান্ড প্রশাসন।
অবশেষে ভিসা জট কাটল তরুণ স্পিনারের। ভিসা পেয়ে গিয়েছেন শোয়েব। তিনি হায়দরাবাদে চলতি ভারত-ইংল্যান্ড টেস্টের মধ্যেই চলে আসছেন। আগামী দু-একদিনের মধ্যেই ভারতে পৌঁছে যাওয়ার কথা শোয়েবের।
বাশিরের পরিস্থিতি দেখে সহানুভূতিশীল রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক টেস্ট শুরুর আগে বলেছিলেন, 'আমি ওর অনুভূতি বুঝতে পারছি। প্রথমবার ইংল্যান্ডের হয়ে খেলতে ভারতে আসছিল। কারও পক্ষেই ব্যাপারটা সহজ না। আমাদের দলের কেউও যদি ভিসা সমস্যায় ইংল্যান্ডে যেতে না পারত তাহলে খারাপ লাগত। তবে আমি ভিসা অফিসে বসি না তাই বিস্তারিত বলতে পারব না। আশা করছি দ্রুত ও ভারতে আসতে পারবে আর খেলতে পারবে।'
বাশিরের জন্ম ইংল্যান্ডে হলেও, তাঁর পূর্বপুরুষরা পাকিস্তানি। সেই কারণেই তাঁর ভারতের ভিসা পেতে এত দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাকিদের সঙ্গে তাঁর ভিসার আবেদনপত্রও গত মাসেই পাঠিয়ে দেওয়া হয়। তবে তিনি এখনও ভিসা পাননি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম (Brendon McCullum) বলেছিলেন, 'কিছু কিছু জিনিসপত্রে সময় তো লাগেই। তাই না? সকলেই নিজের সাধ্যমতো চেষ্টা করছেন এবং আমরা ধারণা খুব দ্রুতই এর সমাধান পাওয়া যাবে।'
ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেছেন, 'ভিসা পেয়ে গিয়েছেন বশির। খুব দ্রুত উনি ভারতের উদ্দেশে রওনা হবেন। সমস্যা মিটে গিয়েছে বলে আমরা খুশি।'
সামারসেটের হয়ে খেলা ২০ বছর বয়সি অফস্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir) দুরন্ত ঘরোয়া মরশুমের পর এই ভারত সফরেই প্রথমবার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ড দলের সঙ্গে আবু ধাবিতে প্রস্তুতি শিবিরেও ছিলেন তিনি।
আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে