ম্যাঞ্চেস্টার: বিশ্বক্রিকেটের এখন সবথেকে চর্চিত টপিক হল বিরাট কোহলি (Virat Kohlil) রানের খরা। ২০১৯ সালে ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর প্রায় তিন বছর এবং ৭৭টি আন্তর্জান্তিক ইনিংস কেটে গিয়েছে। তাও এখনও আর একটি শতরান করতে পারেননি কোহলি। 


ভারত-ইংল্যান্ড সিরিজে ব্যর্থ কোহলি


চলতি ভারত-ইংল্যান্ড সিরিজেও (IND vs ENG) এখনও পর্যন্ত শান্তই থেকেছে কোহলির ব্যাট। পঞ্চম টেস্টে দুই ইনিংস মিলিয়ে কোহলি মোট ৩১ রান করার পর দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ১ ও ১১ রান করে আউট হন। লর্ডসে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট সারিয়ে ফিরেও প্রাক্তন ভারতীয় তারকার সংগ্রহ মোটে ১৬ রান। এমন হতশ্রী ফর্মের জেরেই কোহলির ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। কিংবদন্তি কপিল দেবের মতো প্রাক্তনীরা কোহলির প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এতদিন নিজের সমালোচনায় মুখ বন্ধ রাখলেও, এবার কি অবশেষে সমালোচকদের জবাব দিলেন কোহলি?


তবে সরাসরি নয়, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জবাব দিয়েছেন কোহলি। ম্যাঞ্চেস্টার তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগেই একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করেন। সেই দেওয়ালে লেখা, 'যদি আমি পড়ে যাই.......তা না হয়ে যদি তুমি উড়তে শেখ।' ছবিটির ক্য়াপশনে কোহলি লেখেন, 'পার্সপেক্টিভ (বাংলা অর্থ পরিপ্রেক্ষি)' এই ছোট্ট এক শব্দ ও দুইটি লাইন বুঝতে কারুরই খুব অসুবিধা হওয়ার কথা নয়। এখানে পড়ে যাওয়ার মাধ্যমে কোহলি স্পষ্টতই নিজের খারাপ ফর্মের দিকেই ইঙ্গিত করেছেন। আর লাইন দুইটি তাঁর সমালোচনার ভিত্তিতেই।


 






কোহলির সমর্থনে পিটারসেন


হু হু করে কোহলির এই পোস্ট ভাইরাল হয়ে যায়। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এবং একদা কোহলির আরসিবি সতীর্থ কেভিন পিটারসেন (Kevin Pietersen) সেই পোস্টেই লেখেন, 'তুমি এগিয়ে চল। তুমি ক্রিকেটে যা যা কৃতিত্ব অর্জন করেছ, তা বাকিদের কাছে কেবলই স্বপ্ন। এবং বাকিরা বলতে সর্বকালের কিছু সেরাদের কথা বলছি আমি।' এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে কোহলির দিকে সকলের নজর থাকত। শনিবার (১৭ জুলাই) মাঠে নামার আগে এই পোস্টের জেরে আরও বেশি করে তার দিকে সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই তাকিয়ে থাকবেন। 


আরও পড়ুন: ''আমি জানি কেমন অনুভূতি হয় এই সময়..'' আবার বিরাটের সমর্থনে মুখ খুললেন বাবর