ডাবলিন: গত আইপিএলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য ২৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। গুজরাত টাইটান্সের পেসার যশ দয়ালের শেষ ওভারের ৫ বলে পরপর ৫ ছক্কা মেরে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন হার্দিক পাণ্ড্যদের মুঠো থেকে।


তিনি, রিঙ্কু সিংহ। দুর্দান্ত ছন্দে ছিলেন আইপিএলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় প্রবল সমালোচনা হয়েছিল। নির্বাচকদের মুণ্ডপাত করেছিলেন অনেকে। অবশেষে অপেক্ষার অবসান হল সমর্থক-ভক্তদের। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ভারতীয় দলে জায়গা করে নিলেন রিঙ্কু। টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার।


 






একই দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণেরও। যিনি চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরছেন। 


শুক্রবার থেকে শুরু হল ভারত-আয়ার্ল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় (IND vs IRE T20I)। এটিই ভারতীয় দলের সঙ্গে রিঙ্কু সিংহ, জিতেশ শর্মাদের প্রথম সফর। নিজেদের প্রথম সফরে স্বাভাবিকভাবেই দুই তরুণ তুর্কিই উচ্ছ্বাসে ভাসছেন। সেই উচ্ছ্বাস বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে সকলের সঙ্গে ভাগ করে নেন রিঙ্কু সিংহ (Rinku Singh), জিতেশ শর্মা (Jitesh Sharma)।


বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে অনুশীলন সেশনের পর রিঙ্কু বলেন, 'ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম অনুশীলন সেশনটা বেশ ভালই গেল। আমি যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেব এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করব।' প্রথমবার জাতীয় দলের হয়ে ডাক পাওয়াটা সকলের কাছেই দারুণ উচ্ছ্বাস ও আবেগের। রিঙ্কু বলেন, 'সেই সময় নয়ডায় যেখানে আমি অনুশীলন করি, সেখানে ছিলাম। যখন দল ঘোষণা করা হয়, তখন বন্ধুদের সঙ্গে ছিলাম আমি। তারপর আমি আমার মাকে ফোন করি। মা সবসময় বলত আমাকে দেশের হয়ে খেলতে হবে। তাই আমার পাশাপাশি ওদেরও স্বপ্ন পূর্ণ হয়। ভারতের হয়ে খেলাটা সকলরেই স্বপ্ন। প্রথমবার ভারতীয় দলের জার্সি হাতে পাওয়ার পর আমি খানিকটা আবেগঘনই হয়ে গিয়েছিলাম।'


আরও পড়ুন: ফের কেকেআরে ফিরছেন গম্ভীর? প্রসাদের সঙ্গে লখনউ চুক্তি করতেই তুমুল জল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial