কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি। কিন্তু তাঁর নেতৃত্বে জোড়া আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪। এমনকী, ২০১৪ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হয়নি শাহরুখ খান-জুহি চাওলার দল।


ট্রফি ভাগ্য ফেরাতে কি এবার ফের সেই পয়মন্ত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) শরণাপন্ন হচ্ছে কেকেআর (KKR)? সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে কথাবার্তা শুরু করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তাঁকে কোচিং স্টাফে আনার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কেকেআর।


কিন্তু গম্ভীর যোগ দিলে কী ভূমিকায় দেখা যাবে তাঁকে?


গত মরশুমেই চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিল কেকেআর। আগের মরশুমে সাফল্য পায়নি কেকেআর। এক মরশুমেই কি ছেঁটে ফেলা হবে পণ্ডিতকে? সেই জায়গায় কি দেখা যাবে গম্ভীরকে? কেকেআরের কোচ হিসাবে?


সম্ভবত না। সূত্রের খবর, মেন্টর হিসাবে গম্ভীর যোগ দিতে পারেন নাইট শিবিরে। কোচ হিসাবে রেখে দেওয়া হতে পারে ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পণ্ডিতকেই।


গম্ভীর এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। গত মরশুমেও তিনি কে এল রাহুল-ক্রুণাল পাণ্ড্যদের মেন্টর হিসাবে কাজ করেছেন। তাহলে কি লখনউ সুপার জায়ান্টের মেন্টর পদ ছাড়ছেন গম্ভীর?


লখনউ সুপার জায়ান্টস সূত্রে অন্তত সেরকমই খবর। আইপিএল অভিষেকের পর গত দু মরশুমে ট্রফির দেখা পায়নি লখনউ শিবির। তাদের সঙ্গেই আইপিএল মঞ্চে পা রাখা গুজরাত টাইটান্স প্রথমবারই আইপিএলে চ্যাম্পিয়ন হলেও, কে এল রাহুলদের শিবির শূন্যই থেকেছে।


তারপরই কোচিং স্টাফে একাধিক পরিবর্তন করছে লখনউ। ইতিমধ্যেই প্রধান কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি লখনউ। জ়িম্বাবোয়ের প্রাক্তন তারকা ফ্লাওয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হিসাবে দায়িত্বও নিয়েছেন। ফ্লাওয়ারের পরিবর্তে হেড কোচ হিসাবে জাস্টিন ল্যাঙ্গারকে দায়িত্ব দিয়েছে লখনউ। পাশাপাশি ক্রিকেট উপদেষ্টা হিসাবে প্রাক্তন ক্রিকেটার ও এক সময় জাতীয় দলের নির্বাচক প্রধানের দায়িত্ব সামলানো এম এস কে প্রসাদকে দায়িত্ব দিয়েছে লখনউ। তখন থেকেই জল্পনা চলছে যে, গম্ভীরের লখনউয়ের সঙ্গে বিচ্ছেদ কার্যত নিশ্চিত। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও পক্ষই কিছু জানায়নি।                                 


আরও পড়ুন: ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ৪ বছরের জন্য নির্বাসিত দ্যুতি চন্দ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial