ডাবলিন: প্রতিপক্ষ দুর্বল। কিন্তু তবু এই সিরিজের দিকে অধীর আগ্রহে চেয়েছিলেন অনেকে। কারণ, আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে এই সিরিজের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের অস্ত্রোপচারের পর ফের ভারতীয় দলের জার্সিতে দেখা গেল আমদাবাদের পেসারকে। এই সিরিজে যিনি ভারতীয় দলকে নেতৃত্বও দিচ্ছেন।


এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। প্রথম দুই ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক বুমরার অধীনে। আর প্রত্যাবর্তনের মঞ্চে বিরল এক নজিরও গড়লেন বুমরা।


রবিবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২ উইকেট নেন বুমরা। আইরিশ ইনিংসের শেষ ওভারটি মেডেন নেন বুমরা। একটি উইকেটও পান। শেষ বলে একটি বাউন্ডারি হলেও সেটি লেগ বাই হয়।


বুমরা একটি বিরল রেকর্ড গড়েছেন। ২৯ বছরের পেসার এ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দশম মেডেন ওভারটি করলেন। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি মেডেন ওভার করা বোলারদের তালিকায় দু'নম্বরে বুমরা। শীর্ষে রয়েছেন উগান্ডার বোলার ফ্র্যাঙ্ক সুবুগা। যিনি টি-টোয়েন্টিতে ১৫ ওভার মেডেন করেছেন। বুমরার সঙ্গে একই সারিতে রয়েছেন ভুবনেশ্বর কুমারও। ভুবিও ১০টি মেডেন ওভার করেছেন। এছাড়া জার্মানির হয়ে খেলা গুলাম আহমাদিও ১০টি মেডেন ওভার নিয়েছেন। তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি।


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 2nd T20) ৩৩ রানে জয় ছিনিয়ে নিয়ে তিন ম্যাচের সিরিজ়ও নিজের নামে করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্যাচে ভারতীয় পেস আক্রমণ দাপট দেখালেও, শেষের দিকে নেমে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন রিঙ্কু সিংহ (Rinku Singh)।


চলতি সিরিজ়ের প্রথম ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন রিঙ্কু। স্বপ্নের আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর শুরুটা খানিকটা স্বপ্নের মতোই হল। প্রথম ম্যাচে ব্যাট পাননি রিঙ্কু। তাই রবিবার, ২০ অগাস্টই নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংস খেলার সুযোগ পান উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার। আর প্রথম সুযোগেই বাজিমাত। দুটি চার ও তিনটি ছক্কার সুবাদে ১৮০-র বেশি স্ট্রাইক রেটে রান করেন রিঙ্কু। নজর কাড়েন সকলের। এর সুবাদেই তিনি ম্যাচের সেরাও হন।


রিঙ্কু জানিয়েছেন, আইপিএলের অভিজ্ঞতা তাঁকে এই ম্যাচে সাহায্য করেছে। বলেছেন, 'আমি ব্যাটিংয়ের সময় বেশ আত্মবিশ্বাসী ছিলাম। এখানে আইপিএলে খেলার অভিজ্ঞতাটা কাজে লেগেছে। ইনিংসের শেষের অবধি টিকে থাকাটাই কিন্তু আমার লক্ষ্য ছিল।' অবশ্য ইনিংস শেষ অবধি টিকে থাকতে পারেননি তিনি। ভারতীয় ইনিংসের এক বল বাকি থাকতেই তাঁকে সাজঘরে ফেরান ক্রেগ ওয়াং।


আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial