ডাবলিন: আইপিএলে (IPL) প্রথম দিন থেকে তাঁর বলের গতি সকলের নজর কেড়ে নিয়েছিল। ৪ কোটি টাকায় তাঁকে রিটেন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। গত আইপিএলে যাঁর মর্যাদা রেখেছিলেন উমরন মালিক (Umran Malik)। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হিসাবে উঠে এসেছিলেন। তারপর থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল, জাতীয় দলের জার্সিতে কবে অভিষেক হবে তাঁর।


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সেই অপেক্ষার অবসান হয়েছে। ভারতের জার্সিতে (India vs Ireland) টি-টোয়েন্টি অভিষেক হয়েছে উমরনের। যদিও দারুণ কিছু অভিজ্ঞতা হয়নি। বরং ২ ম্য়াচে ৫ ওভারে ৫৬ রান খরচ করেছেন জম্মু ও কাশ্মীরের পেসার। পেয়েছেন এক উইকেট।


রান খরচ করার পরেও অবশ্য তরুণ পেসার পাশে পেয়ে যাচ্ছেন অধিনায়ককে। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) জানিয়ে দিয়েছেন, বলের গতির জন্যই উমরন ভয়ঙ্কর।


মঙ্গলবার আইরিশদের মাত্র ৪ রানে হারিয়ে সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৪২ রান খরচ করেছেন উমরন। ম্যাচের পর হার্দিক বলেছেন, 'উমরনের পাশে রয়েছি কারণ ওর বলের গতি রয়েছে। ওর বলের যা গতি, তাতে ওকে মারা ব্যাটারদের পক্ষে খুব কঠিন।'


প্রথম ম্য়াচ জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে ছিল ভারতই। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেমে রেকর্ড পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও দীপক হুডা (Deepak Hodda)। জুটিতে ১৭৬ রান বোর্ডে যোগ করেন দুজনে। নিজের আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকান দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুরন্ত অর্ধশতরান করেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২২৫ রান তুলেছিল ভারত। আইরিশরা অবশ্য পাল্টা লড়াই করে। একসময় মনে হয়েছিল, ভারত ম্যাচে হেরেও যেতে পারে। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে ম্যাচ জেতে ভারত। ২২১/৫ স্কোরে আটকে যায় আয়ার্ল্যান্ড।


আরও পড়ুন: রেস্তোরাঁয় ডিনারে অর্জুন, সচিন-পুত্রকে নিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের পোস্ট ভাইরাল