লন্ডন : গত আইপিএল (IPL 2022) মরসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি। কিন্তু, ভক্তরা তাঁর প্রতীক্ষায় থেকেছেন। সচিন-পুত্র বলে কথা। কৌতূহল তো থাকবেই। তার উপর আবার বড় মঞ্চে বাঁ হাতি এই পেসারের প্রতিভা পরখ করতে আগ্রহী ক্রিকেট-ভক্তরা। যদিও আইপিএল মরসুমে সেই সুযোগ হয়নি অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)।


তরুণ এই ক্রিকেটার এখন রয়েছেন ইংল্যান্ডে (England)। কিছু ভাল মুহূর্ত কাটাচ্ছেন সেখানে। আর এই বিষয়টি প্রকাশ্যে এসেছে ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের একটি পোস্টে। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অর্জুনের একটি ছবি শেয়ার করেছেন ওয়াট। ইতিমধ্যেই ভাইরাল সে ছবি। যেখানে অর্জুনকে একটি রেস্তোরাঁয় ডিনার করতে দেখা গেছে। ছবির নীচে ক্যাপশনে ওয়াট লিখেছেন, গতকাল আমার ছোট্ট সঙ্গীর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা দারুণ ছিল।


শেষ আইপিএলে ৩০ লক্ষ টাকায় অর্জুনকে তোলে মুম্বই ইন্ডিয়ান্স। কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র দুটি টি২০ ম্যাচ খেলেছেন সচিন-পুত্র। তাতে ২টি উইকেট নিয়েছেন। ৩৩.৫০ গড়ে। ঘরোয়া টি২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয় হরিয়ানার বিরুদ্ধে। চলতি বছরের জানুয়ারিতে তাঁর গায়ে ওঠে মুম্বইয়ের জার্সি। পরে টি২০ ম্যাচ খেলেন পুদুচেরির বিরুদ্ধে। 


আরও পড়ুন ; সচিন পুত্রের সমর্থনে সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে একহাত সমর্থকদের


গত আইপিএলের আগে নিলামে অর্জুনকে দল নিয়েছিল মুম্বই। সচিন পুত্র বলেই কী বারবার সুযোগ মিলছে মুম্বই স্কোয়াডে, তা নিয়ে অনেক তর্ক বিতর্কও শুরু হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও পরপর ২ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে থেকেও কোনও ম্যাচে খেলানো হয়নি সচিন পুত্রকে।


সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্য়ানেজমেন্টকে একহাত-


মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্য়াচ খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচে অর্জুনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু একাদশে অর্জুনকে দেখা যায়নি। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সমর্থকরা। তাঁদের বক্তব্য, যদি টিমে থাকার পরে অন্য অনেক নতুন প্লেয়ার খেলতে পারে, তবে অর্জুন কী দোষ করল ? অর্জুনকে তাহলে মুম্বই ছেড়ে দিক। তাতে সচিন পুত্র অন্য দলের হয়ে নামতে পারবে। নিজের প্রতিভার পরিচয় দিতে পারবে। সবার একটাই বক্তব্য যে অর্জুনের অন্তত একটি সুযোগ পাওয়া উচিত।