মুম্বই : 'বুম বুম'-এর প্রত্যাবর্তন। শুধু ফিরলেনই না, অধিনায়কের (Captain) আর্মব্যান্ড হাতে নিয়েই বল হাতে আগুন ঝরাতে নামার দায়িত্ব পেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে শুরু করেছিলেন অনুশীলও। জাতীয় দলে বুমরাহের ফেরা ছিল কার্যত সময়েরই অপেক্ষা। তবে শুধু জাতীয় দলে ফিরছেনই না, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ দলের ক্যাপ্টেনও বুমরাহ।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের জেরে অস্ত্রোপচারও করাতে বাধ্য হতে হয়েছিল তাঁকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বুম বুমের সার্ভিস না পেলেও চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে বুমরাহের সার্ভিস পেতে মুখিয়ে থাকবে ভারতীয় দল। যার কয়েকমাস আগে জসপ্রীতের ফিট হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে স্বস্তি দেবে ক্রিকেটভক্তদের।
জাতীয় দলে বুমরাহের ডেপুটির দায়িত্ব পাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। জাতীয় দলে স্থান পেয়েছেন রিুঙ্কু সিংহও (Rinku Singh)। বাংলার মুকেশ কুমার, শাহবাজ আহমেদরাও সুযোগ পেয়েছেন দলে। প্রসঙ্গত, অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আয়ারল্যান্ডে গিয়ে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। ১৮, ২০ ও ২৩ অগাস্ট যথাক্রমে তিনটি টি ২০ ম্যাচ রয়েছে ভারতের।
একঝলকে ভারতীয় দল-
জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, আবেশ খান।
আরও পড়ুন- অল্প চোট নিয়ে আইপিএল খেলা যায়, ভারতের জন্য নয়, কপিলের নিশানায় বুমরাহ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন